চিন্তন নিউজ: রোহন ঘোষঃ-২০শে আগস্ট শৈশব দেখালো স্পর্ধা
পুলিশি অনুমতি না থাকা সত্ত্বেও
হুগলি জেলা প্রসিদ্ধ স্কুল বাগাটী রামগোপাল ঘোষ উচ্চ বিদ্যালয়ের ছোট্টো ছোট্টো ছাত্র-ছাত্রীরা আর জি কর কান্ডের বিচার চেয়ে জোরজবরদস্তি স্কুল থেকে বেরিয়ে স্কুলের সামনে বিক্ষোভ ও মিছিল করে এগিয়ে যেতে থাকে।
স্থানীয় সূত্রে জানা যায় ওই দিন শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মীরা আর জি কর কান্ডের প্রতিবাদে কর্মবিরোধীর ডাক দেন।কিন্তু পুলিশি অনুমতি না পাওয়ায় মিছিলের পরিকল্পনা ব্যর্থ হওয়ার মুখে স্কুলের ছাত্র ছাত্রীরা এগিয়ে আসে এবং বিদ্যালয়ের অনুমতি ছাড়াই স্লোগান দেওয়ার সাথে সাথে ফুলের গেট পেরিয়ে মিছিল বের করে।ঘটনা স্থলে স্থানীয় তৃণমূল নেতা সহ পুলিশ বাধা দান করলেও ছাত্র-ছাত্রীদের এই মিছিল আটকাতে পারিনি।
‘মুখ্যমন্ত্রীর পদত্যাগ‘ সহ একাধিক শ্লোগান- এর সাথে ছাত্র-ছাত্রীদের এই মিছিল ত্রিবেনী পর্যন্ত অগ্রসর হয়।
পরবর্তীতে বিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র ছাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে বিদ্যালয়ে নিয়ে আসে।
তবে স্থানীয় মানুষ ছাত্র-ছাত্রীদের এই কর্মকাণ্ডকে কুর্নিশ জানিয়েছেন।
ভাস্কর রায়ঃ-গোঘাট এক নম্বর ব্লকের কুমুড়সা গ্রাম পঞ্চায়েতের “তেলিগ্রাম ” (এই গ্রামেই প্রথম জীববৈচিত্র্য সংরক্ষণের সমীক্ষা হয়েছিল। ডঃ মাধব গ্যাডগিল, ডঃ ভবানীশঙ্কর জোয়ারদার ও বি সি কে ভির কয়েকজন বিজ্ঞানী ছিলেন, তার মধ্যে ডঃ প্রণব চট্টোপাধ্যায়, ডঃ শান্তনু ঝা প্রমুখ উপস্থিত ছিলেন) এই তেলিগ্রামেই দিব্যেন্দু ঘোষ ও তার কয়েকজন বন্ধুর উদ্যোগে গ্রামবাসীদের সংগঠিত করে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক তরুণীকে নৃশংস ধর্ষণ ও খুনের বিচার চেয়ে গ্রামের মহিলারা দৃপ্ত মিছিল করে সমগ্র গ্রাম প্রদক্ষিণ করলেন। দিকে দিকে ছড়িয়ে যাক এই দৃপ্ত মিছিলের বার্তা। শাসকদলের শৃঙ্খল ভাঙতেই হবে।
দেবারতি বাসুলীঃ-আর জি কর হাসপাতালে জুনিয়র মহিলা ডাক্তার কে অমানবিক ভাবে ধর্ষন ও খুন করা হয়েছে তার প্রতিবাদে মারশীট গ্রামে মহিলাদের মোমবাতি মিছিল চলছে।
পাঁচ পারা গ্রামে আর জি কর কাণ্ডের প্রতিবাদে পাঁচ পারা মোর থেকে মারশিট মোড় পর্যন্ত প্রায়১৫০ মহিলা নিয়ে প্রতিবাদ মিছিল করা হয়।