চিন্তন নিউজ: রোহন ঘোষঃ-দীর্ঘদিনের শাসকের হুমকি উপেক্ষা করে বাগাটি,শ্রী গোপাল ব্যানার্জি কলেজে ছাত্র ছাত্রীদের দ্বারা আয়োজিত আর জি কর মেডিক্যাল কলেজে পি জি টি ডাক্তারের ওপর পরিকল্পিত ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকের শাস্তির দাবি(যার ফলে কেও ধর্ষণের ধারনাও মানে আনবেনা) এবং সমাজের সমস্ত নারীদের সুরক্ষার দাবিতে প্রতিবাদ কর্মসূচি আজ সংগঠিত হলো।
আজ চুঁচুড়া ঘড়ির মোড়ে ছাত্রী দের বিক্ষোভ সমাবেশ চলছে আর জি কর কাণ্ডের প্রতিবাদে।
রোহিত রায়ঃ-আজ চুঁচুড়া সি এম ও এইচ ( চিফ মেডিকেল অফিসার, হুগলি )’র নিকট ছাত্র, যুব, মহিলা ও শ্রমিকদের পক্ষ থেকে আর জি কর কান্ডের প্রতিবাদে, দোষীদের সকলকে গ্ৰেপ্তার – কঠোর শাস্তির দাবি সহ হাসপাতালে মহিলা স্বাস্থ্য কর্মীদের পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে গণডেপুটেশন সহ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
সুদীপ্ত সরকারঃ-তিলোত্তমার ন্যায়বিচারের দাবীতে,স্বরাষ্ট্রমন্ত্রী তথা স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগের দাবীতে,
হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী ও রোগীদের নিরাপত্তা সহ সুষ্ঠ স্বাস্থ্য পরিষেবার দাবীতে-
আজ জাঙ্গীপাড়া গ্রামীণ হাসপাতালে ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে ছাত্র, যুব ও মহিলাদের প্রতিনিধিদল স্মারকলিপি প্রদান করেন। প্রতিনিধিদলে ছিলেন রওসন মল্লিক, সুদেষ্ণা হাজরা, সৌম্য পালধি, নমিতা ভূমিজ, রূপালী দাস।
হাসপাতালের বাইরে ছাত্র যুব ও মহিলাদের জমায়েত থেকে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহিলা সমিতির নেত্রী মমতা বসুমল্লিক, প্রতিমা রায়, যুব নেত্রী শিউলি রায়, ছাত্র নেতা সম্বিত সরকার। সভাপতিত্ব করেন হুগলী জেলার যুব আন্দোলনের নেতৃত্ব মানস চ্যাটার্জী।
ভাস্কর রায়ঃ-গোঘাট থানা কৃষক সমিতির , থানা কমিটির সদস্য, অঞ্চল কমিটির সদস্য, গ্রাম কমিটির সম্পাদক ও সভাপতিদের নিয়ে আজ কামারপুকুর কংকালী হিমঘরের শেডে “সাধারণ সভা” অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় শোকপ্রস্তাব উত্থাপন করেন সভার সভাপতি ভাস্কর রায়। উদ্ভোধন করে বক্তব্য রাখেন প্রবীণ কৃষক নেতা দেবু চ্যাটার্জি। রিপোর্ট পেশ করেন সংগঠনের সম্পাদক দীপক লাহা। রিপোর্টের উপর ১৬ জন প্রতিনিধি আলোচনা করেন। এই সাধারণ সভায় কেরালার ওয়ানেড জেলায় প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত মানুষদের সাহায্যার্থে কর্মীদের দেয় অর্থ ৭৫৮ টাকা ভক্তরাম পানের হাতে তুলে দেন দীপক লাহা। শেষে বক্তব্য রাখেন হুগলি জেলা কৃষক সমিতির সভাপতি ভক্তরাম পান।ভক্তরাম পান কৃষকদের ফসলের দাম না পাওয়ার সমস্যা,আলু চাষীদের সমস্যা, মূল্যবৃদ্ধি, বেকারত্বের বিষয়টি তুলে ধরেন। সভা থেকে কৃষকদের দাবি নিয়ে প্রচার ও ৩১ শে আগষ্ট আরামবাগ মহকুমার সমাবেশ সফল করার আহ্বান জানানো হয়।১৬ টি অঞ্চলের মোট ১৫৯ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সাধারণ সভায় উপস্থিত ছিলেন অরুন পাত্র,অভয় ঘোষ।আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে নৃশংস ভাবে ধর্ষণ ও খুন করার প্রতিবাদে ধিক্কার জানিয়ে প্রস্তাব গ্রহণ করা হয়। দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি করা হয়।
দেবারতি বাসুলীঃ-ডিওয়াইএফআই /এসএফআই / এইডওয়া /সিআইটিইউ র উত্তরপাড়া ব্লক এর উদ্যোগে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে মিছিল সহকারে ডেপুটেশন সংগঠিত হয় ।
সিঙ্গুর,জাঙ্গীপাড়া, ধনীয়াখালি ,উত্তরপাড়া ব্লক মেডিকেল অফিসার অফ হেল্থ কে আরজিকর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে
সমস্ত হসপিটালে মহিলাদের নিরাপত্তার দাবিতে মিছিল সহযোগে ডেপুটেশন দেওয়া হয়।