জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজ: অর্চনা মন্ডলঃ- মিনা রায়চৌধুরী গত ১৮ ই এপ্রিল প্রয়াত হয়েছেন, একটি বেসরকারি হাসপাতালে, আজ হুগলি জেলা কমিটির সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে স্মরণ সভার আয়োজন করা হয়। শ্রীরামপুর বিজয় মোদক ভবনে । স্মৃতি চারনা করেন শিবানী দাশগুপ্ত, দিপ্তী চ্যার্টাজী, মিতালী কুমার, রাজ্য সম্পাদিকা কনিনীকা ঘোষ,অঞ্জু কর, স্বপ্না ভট্টাচার্য।স্মরনিকা পাঠ করেন সভানেত্রী অর্চনা মন্ডল এবং সভা পরিচালনা করেন এবং সভার পর আর জি কর হাসপাতালে ডাক্তারি পাঠরতা ছাত্রীকে নৃশংস ভাবে ধর্ষন,খুন এবং প্রমাণ লোপাটের জঘন্যতম ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করা হয়।

বাবাই সাহাঃ গতকাল বামফ্রন্টের পক্ষ থেকে আর জি করের নারকীয় ঘটনার প্রতিবাদে ত্রিবেণী শিবপুর বালিঘাট এলাকায় একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় । এই সভায় বক্তব্য রাখেন়ের ডি ওয়াই এফ আই লোকাল কমিটির সম্পাদক সুরজিৎ গুহ, হুগলি জেলা গণতান্ত্রিক মহিলা সমিতির সম্পাদিকা শিবানী দাশগুপ্ত ,এরিয়া কমিটির সদস্য সুব্রত দাশগুপ্ত, সারাভারত ফরওয়ার্ড ব্লকের অন্যতম নেতৃত্ব ডাক্তার প্রণব কুমার ঘোষ ,এরিয়া কমিটির অন্যতম নেতৃত্ব কুমুদ মালো ,ভারতের কমিউনিস্ট পার্টির মার্কসবাদীর হুগলি জেলা কমিটির সদস্য সৈকত শোঁ, এরিয়া কমিটির অন্যতম সদস্য প্রীতম চৌধুরী । এই পথসভায় সভাপতিত্ব করেন এরিয়া কমিটির সদস্য তরুন চ্যাটার্জী।

সুদীপ্ত সরকারঃ- আর জি কর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার দ্রুত তদন্ত, অপরাধীদের দৃষ্টান্ত মূলক শাস্তি, বিক্ষোভ মিছিল থেকে নিরপরাধ ছাত্র যুব নেতৃত্বদের গ্রেপ্তারের প্রতিবাদে গণসংগঠনগুলির ডাকে আজ জাঙ্গীপাড়া থানার পাশে ইউকো ব্যাঙ্কের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হল। বক্তব্য রাখেন ছাত্র নেতা সম্বিত সরকার, যুব নেতা মানস চ্যাটার্জী, মহিলা সমিতির নেতৃত্ব রূপালী দাস, শান্তি ঘোষাল, শিক্ষক নেতৃত্ব প্রভাত ঘোষাল, পলাশ কোঙার, বাবলু মুণ্ডা, শ্রমিক সংগঠনের নেতৃত্ব অরিজিৎ বাগ, কৃষক সমিতির নেতৃত্ব পবিত্র সিংহরায়, তপন রায়, শ্যামল পালধি, ক্ষেতমজুর ইউনিয়নের নেতা সুদীপ্ত সরকার। আবৃত্তি পাঠ করেন কিশোর বাহিনীর সদস্য সুনিশ্চয় বাগ। স্বরচিত কবিতা পাঠ করেন বিশিষ্ট কবি ও গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব অরূপ দাস। সভাপতিত্ব করেন হরপ্রসাদ সিংহরায়। বিকাল ৫টায় শুরু করে রাত্রি ৮টায় কর্মসূচী শেষ হয়।

দেবারতি বাসুলীঃ-নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি ও নিখিল বঙ্গ শিক্ষক সমিতির আহ্বানে আর জি কর হাসপাতালে মহিলা ডাক্তারের নৃশংস হত্যাকাণ্ডে জড়িত সকলকে গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে, ঐ হাসপাতালে ১৪ই আগষ্ট মধ্যরাতে আন্দোলনকারীদের ওপর আক্রমণ ও সরকারি সম্পত্তি ধ্বংসের প্রতিবাদে, আক্রমণকারী সকলকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত ১৬ ই আগস্ট ও ১৭ই আগস্ট জেলা জুড়ে কালো ব্যাজ ধারণ ও প্রতিবাদ কর্মসূচী পালন করা হলো।

নিখিল বঙ্গ শিক্ষক সমিতি ১৯৯৩ সাল থেকে প্রতি বছর রাজ্য জুড়ে স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে যে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে তার অঙ্গ হিসেবে ১০ই আগস্ট থেকে হুগলী জেলার বিভিন্ন আঞ্চলিক শাখার সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হলো।

জেলার চন্দননগর আঞ্চলিক শাখার উদ্যোগে কৃষ্ণ ভাবিনী নারী শিক্ষা মন্দিরে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক প্রতিযোগিতা।

সোনিয়া অধিকারীঃ-ব্যান্ডেল কোদালিয়া বামফ্রন্টের উদ্যোগে সন্ধ্যা ৬টায় চুঁচুড়া রেল ষ্টেশন থেকে খাদিনা মোড় পর্যন্ত আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মিছিল সংগঠিত হয়। মিছিল শুরুতে রেল ষ্টেশন চত্ত্বরে হুগলি জেলা কমিটির সদস্য কম মলয় সরকার সংক্ষিপ্ত বক্তব্য রাখেন । শেষে খাদিনা মোড়ে পার্টির বর্ষীয়ান কম উমাশংকর চক্রবর্তী সহ মহিলা ও যুব নেতৃত্ব পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

আর জি কর কান্ডের প্রতিবাদে উত্তরপাড়া রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রাক্তনী সমিতির পক্ষ থেকে উত্তরপাড়া গৌরী সিনেমা থেকে প্রতিবাদ মিছিল।

দুর্যোগের মধ্যে ও আর জি কর মেডিকেল কলেজের ডাক্তার খুনের প্রতিবাদে পোলবা এরিয়া কমিটি এলাকার সুগন্ধা অঞ্চল এর গোটু থেকে অমরপুর পর্যন্ত ধিক্কার মিছিল।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।