চিন্তন নিউজ:অশোক গাঙ্গুলিঃ-১৬ই আগস্ট চন্দননগর পৌর নিগমের ১৭ নম্বর ওয়ার্ডের একটি পরিবারের আহ্বানে আর জি কর হাসপাতালের মর্মান্তিক ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল বিষয় ছিল প্রতিবাদের দেয়ালে স্বাক্ষর করুন। এই কর্মসূচিতে ব্যাপক অংশের মহিলারা অংশগ্রহণ করেন পথ চলতি ও ওয়ার্ডের শতাধিক মানুষ স্বাক্ষর করে যান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের প্রাক্তন বিধায়ক শিবপ্রসাদ বন্দ্যোপাধ্যায় ১৭ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি অশোক গাঙ্গুলী ১৬ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি অভিজিৎ সেন, ওয়াড দর্পণ পত্রিকার সম্পাদক শ্রীহীর সুর পৌর ওয়ার্ড কমিটির সম্পাদক রথীন শী, সদস্য দেবব্রত চক্রবর্তী এছাড়াও বহু বিশিষ্ট নাগরিক উপস্থিত ছিলেন।
সোমনাথ ঘোষঃ-কেরালার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে চন্ডীতলা ১ নং ব্লক কৃষক সভা ও খেতমজুর ইউনিয়নের উদ্যোগে নবাবপুরের দুধকলমি বাজারে অর্থ সংগ্রহ। উপস্থিত ছিলেন ভক্তরাম পান, সোমনাথ ঘোষ, অশোক নিয়োগী, আশীষ চ্যাটার্জি সহ অন্যান্যরা।
দেবারতি বাসুলীঃ-বাকসা বি.এন বিদ্যালয়ের সকল স্টাফেরা মালে ধিক্কার দিবস পালন করলো।
আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে কে নির্মম ভাবে ধর্ষণ ও খুন করার প্রতিবাদে ও ১৫।৮।২৪ তারিখে মধ্য রাতে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী আর জি করে যে তান্ডব চালিয়েছে তার ধিক্কার জানিয়ে আজ ১৭।৮।২৪ তারিখে সিপিআই(এম) গোঘাট দুই নম্বর এরিয়া কমিটির উদ্যোগে কামারপুকুর চটির পার্টি অফিস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বি ডি ও মোড়,বাংলো মোড় হয়ে কামারপুকুর চটিতে পথসভা অনুষ্ঠিত হয়। আজকের মিছিলে ডি ওয়াই এফ আই এর কর্মীরাও ছিলেন। বক্তব্য রাখেন ভাস্কর রায়, জেলা যুব সভাপতি সুমন মাল। উপস্থিত ছিলেন অরুন পাত্র,অভয় ঘোষ, এরিয়া কমিটির সদস্যরা ও যুব সংগঠনের কর্মীরা।
আজ পাণ্ডুয়া এরিয়া কমিটি এলাকার বামফ্রন্ট ও গণ সংগঠন সমূহের ধিক্কার মিছিল।
আজ দাদপুর এরিয়া কমিটি এলাকায় পুইনান বাজারে বামফ্রন্টের ডাকে আরজিকর মহিলা ডাক্তারের নিশংস ভাবে খুনের ঘটনার প্রতিবাদে ধিক্কার মিছিল সংঘটিত করা হয়।
আর জি কর কাণ্ডের মাথা দের ধরে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ধনিয়াখালিতে সি পি আই এম এরিয়া প্রস্তুতি কমিটির ডাকে মিছিল সংঘটিত হয় এবং মিছিল শেষে মদনমোহন তলায় পথ অবরোধ হয়।
রোহন ঘোষঃ- মগরা দিগসুই সপ্তগ্রাম এরিয়া কমিটির উদ্যোগে কলকাতা আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারকীয় ঘটনা। এই বর্বরোচিত ধর্ষণ ও হত্যার প্রতিবাদে নকশা মোড়ে বামফ্রন্টের ডাকে বিক্ষোভ সভা ও জিটি রোড অবরোধ, মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। সভায় বক্তব্য রাখেন মহঃ হাফিজ, প্রলয় মুখার্জি, স্বপন দে, রাহুল চ্যাটার্জী( যুব লীগ )যুব নেতা অনিন্দ্য হালদার, অন্বেষা দাসগুপ্ত ডিওয়াইএফআই হুগলী জেলা সম্পাদকমন্ডলীর সদস্য সভাপতিত্ব করেনি গুরুপদ ঘোষ আজ ।