চিন্তন নিউজ: দীপালী মন্ডলঃ-সিঙ্গুরের রতনপুর আলুর মোড়ে আর জি করের নারী নির্যাতনের প্রতিবাদে ধিক্কার দিবস পালন। বামফ্রন্টের ডাকে এই ধিক্কার দিবস আন্দোলন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সিপিআই(এম) পার্টির উত্তর এরিয়া সম্পাদক শুভাশিস দাস। বক্তব্য রাখেন কমরেড সিঙ্গুর দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক অভিজিৎ সাঁতরা, গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে সুষমা ভৌমিক, সিপিআই এর পক্ষে শ্যামল ব্যানার্জি, ডি ওয়াই এফ আই হুগলী জেলা সভাপতি সুমন মাল, মিনহাজ আহমেদ, দিপালী মন্ডল, দেবাশীষ চ্যাটার্জী, সৌমিত্র চ্যাটার্জী বক্তব্য রাখেন।

অজিত কর্মকারঃ-বামফ্রন্টের উদ্যোগে আজ ব্যান্ডেল ক্যান্টিন বাজারে, আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের উপর নারকীয় ও পাশবিক অত্যাচারের পর হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন, সারা ভারত ব্লকের পক্ষে ডাক্তার প্রণব ঘোষ, ভারতের কমিউনিস্ট পার্টি( মার্কসবাদী) হুগলি জেলা কমিটির সদস্য সৈকত শো ও মলয় সরকার, আইনজীবী সংগঠনের নেতৃত্ব কিশোর মন্ডল, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষে অনিন্দ্য জানা, ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষে সুপর্ণা কর l সভায় সভাপতিত্ব করেন ভারতের কমিউনিস্ট পার্টি( মার্কসবাদী) ব্যান্ডেল কোদালিয়া এরিয়া কমিটির সদস্য অজিত কর্মকার l সভায় সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত l

দেবারতি বাসুলীঃ-চাঁপদানী এরিয়া কমিটির উদ্যোগে বামফ্রন্ট ও কংগ্রেস এর সাথে নিয়ে যৌথ ভাবে বিক্ষোভ মিছিল চাঁপদানী পলতাঘাট থেকে মুখার্জী গলি দিয়ে দীর্ঘ ২.৫ কিমি রাস্তা পরিক্রমা করে।

আর জি কর হাসপাতালে ডাক্তারি পাঠরতা ছাত্রীকে নৃশংস ভাবে ধর্ষণ খুন এবং প্রমাণ লোপের জঘন্যতম তৃণমূলী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে হুগলির তারকেশ্বরের কুলতেঘরী থেকে কাঁড়ারিয়া পর্যন্ত ধিক্কার মিছিল চলছে ।

ভাস্কর রায়ঃ-আর জি কর কলেজ ও হাসপাতালে দুষ্কৃতী তান্ডবের প্রতিবাদে ও তরুণী ডাক্তার কে নৃশংস খুন ও ধর্ষণের ধিক্কার জানিয়ে আজ গোঘাট পার্টি অফিস থেকে বকুলতলা পর্যন্ত মিছিল হল ও পথসভা হল ।পথসভায় বক্তব্য রাখেন স্বপন মন্ডল ,ভাস্কর রায় ।উপস্থিত ছিলেন এরিয়ার সম্পাদক মহঃ ইয়াসিন ও এরিয়া কমিটির সদস্যগণ সহ শাখা সম্পাদক ও অন্যান্য কর্মীরা।
আর জি কর মেডিকেল কলেজে মহিলা ডাক্তারকে ধর্ষণকারী ও খুনীদের শাস্তির দাবিতে ও গত ১৪/৮/২৪ তারিখে গভীর রাতে আন্দোলনরত ডাক্তার ও নার্সদের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে আরামবাগ -২ এরিয়া কমিটির উদ্যোগে কাবলে পার্টি অফিস থেকে মায়াপুর পর্যন্ত বিক্ষোভ মিছিল।

পার্থ চ্যাটার্জীঃ- আজ চন্দননগর বিদ্যালঙ্কার মোড়ে সিপিআইএম চন্দননগর দুটি এরিয়া কমিটির পক্ষ থেকে বামফ্রন্ট এবং কংগ্রেসের যৌথ উদ্যোগে আর জি কর হাসপাতালের ভয়ংকর ঘটনার বিরুদ্ধে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল আজকের সভায় সভাপতিত্ব করেন কমরেড শেখর ভট্টাচার্য কমরেড সুচন্দা দত্ত এবং কমরে ড সুভেন সরকার। এরপর একে একে বক্তব্য রাখেন কমরেড ঐকতান দাশগুপ্ত কমরেড হীরালাল সিংহ সহ বাম কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ সভার মাঝে বিদ্যালঙ্কার মোড়ে অত্যাচারিত মেয়েটির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।
