চিন্তন নিউজ:১৩/০৮/২০২৪:- বাবাই সাহাঃ-শ্রীরামপুর পূর্ব এরিয়া কমিটির অন্তর্গত ১২নং শাখার পার্টি সদস্য দম্পতি (৪নং বঙ্গলক্ষী রোড, মাহেশ, শ্রীরামপুর, হুগলীর বাসিন্দা) অমর সামন্ত এবং শিপ্রা সামন্ত আজ সি পি আই এম হুগলী জেলা কমিটির দপ্তর শ্রীরামপুরে এসে জ্যোতিবসু স্টাডি এন্ড রিসার্চ সেন্টারের জন্য ১০০০০টাকা এবং গণশক্তি তহবিলের জন্য ৫০০০টাকার চেক তুলে দেন সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য এবং হুগলী জেলা কমিটির সম্পাদক দেবব্রত ঘোষের হাতে, উপস্থিত ছিলেন সি পি আই এম হুগলী জেলা সম্পাদকমণ্ডলীর সকল সদস্য।
পার্থ চ্যাটার্জীঃ-আজ গোটা রাজ্যের সাথে সাযুজ্য রেখে সি আই টি ইউ চন্দননগরের পক্ষ থেকে চন্দননগর থানা ঘেরাও এবং ডেপুটেশনে দেওয়া হয় আর জি কর হাসপাতালে মহিলা ডাক্তারের ওপর পাশবিক অত্যাচার ও খুনের বিরুদ্ধে। মিছিল করে থানার সামনে সকলে মিলিত হয়। ডেপুটেশনের মূল বিষয় উত্থাপন করেন কমরেড হীরালাল সিংহ। বিভিন্ন বক্তা একে সমর্থন করে বক্তব্য রাখেন। এরপর থানার আই সি কে ডেপুটেশন দেওয়া হয়।
রোহন ঘোষঃ-সি আই টি ইউ এর পক্ষ থেকে মগরা থানায় ডেপুটেশন।
থানার সামনে সভায় বক্তব্য রাখেন সি আই টি ইউ এর নেতৃবৃন্দ।
সভা চলা কালিন সময়ে ৬ জনের প্রতিনিধি দল থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নিকট ডেপুটেশন দেন। প্রতিনিধি দলে ছিলেন
কমঃ তরুণ ঘোষ,শৈলেন বিশ্বাস, সুব্রত দাশগুপ্ত,স্বপন দে, হবিবুর রহমান,মধূছন্দা ঘোষ, মাধবী চক্রবর্তী।
দেবারতি বাসুলীঃ-তারকেশ্বর শহরে সি আই টি ইউ , কৃষকসভা খেতমজুর ইউনিয়ন, ছাত্র যুব মহিলা সমিতির উদ্যোগে আর জি কর মেডিক্যাল হসপিটালে কর্মরত অবস্থায় স্নাতকোত্তর পাঠরতা চিকিৎসকে ধর্ষণ ও হত্যার বিচারের দাবীতে তারকেশ্বর থানা ঘেরাও কর্মসূচি ও বিক্ষোভ সভা হয় এবং তারকেশ্বর শহরে মিছিল হয়। থানার সামনে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন তন্ময় জানা, সুভাষ পাল, লিপিকা মোদক বেরা, অরুণ ঘোষ , রেলস্টেশন এলাকায় পথসভায় বক্তব্য রাখেন সুরজিৎ ঘোষ,সেখ শাজাহান আলি প্রমুখ।
সিআইটিইউ রাজ্য কমিটির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আজ হুগলী জেলার সদর থানার আই সি কাছে আর জি কর হাসপাতালের ঘটনার পূর্ণ তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়। তার পূর্বে ঘরির মোড় এলাকায় সভা অনুষ্ঠিত হয়, সেখান থেকে মিছিল করে থানার সামনে দীর্ঘক্ষণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মনদীপ ঘোষ, মলয় সরকার, গুরুদাস ব্যানার্জী, রশিদা খাতুন( ABTA)।
আর জি কর কাণ্ডের প্রতিবাদে আজ বাঁশবেড়িয়া ও মগরা সিআইটিইউ সমন্বয় কমিটির উদ্যোগে মগরা থানায় ডেপুটেশন দেওয়া হয়। বক্তব্য রাখেন কমরেড তরুণ ঘোষ ,শৈলেন বিশ্বাস ,সুব্রত দাশগুপ্ত, কুমুদ মালো, রুদ্রপ্রসাদ চক্রবর্তী ও সৈকত শোঁ ।উপস্থিত ছিলেন বাবলু ঘোষ ,জুলফিকার আলী,মধুছন্দা ঘোষ, স্বপন দেব প্রমুখ।