জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজ:১০/০৮/২০২৪:- পার্থ চ্যাটার্জীঃ- ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী চন্দননগরের দুটো এরিয়া কমিটির আহ্বান এ আজকে আরজিকর হাসপাতালের এটর্নি ডাক্তার খুনের প্রতিবাদে এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে সমাবেশ হয় চন্দননগর ছবিঘর মোড়ে। সেখান থেকে মিছিল করে চন্দননগর লক্ষীগঞ্জ রথ তলার মোড়এবং সেখানে প্রথম বক্তব্য রাখেন যুব নেতা তারপর পরবর্তীকালে বক্তব্য রাখেন মহিলা নেত্রী সুচন্দা দত্ত এবং উত্তর দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক এর পিনাকী চক্রবর্তী। আজকের এই কর্মসূচিতে বহু পার্টি কর্মি উপস্থিত ছিলেন।

সুদীপ্ত সরকারঃ-আর জি কর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারকে ধর্ষণের পর খুনের প্রতিবাদে আজ জাঙ্গীপাড়ার অমল সিংহরায় ভবন থেকে বিশাল মিছিল বের হয়। বিবেক কোল্ড স্টোর মোড়, বাজার, চন্দনপুর মোড় ঘুরে থানার গেটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।পরে থানার সামনেও বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য রাখেন সুদীপ্ত সরকার। সভাপতিত্ব করেন হরপ্রসাদ সিংহরায়।

দেবারতি বাসুলীঃ-আজ ১০ আগষ্ট,২০২৪ শনিবার সকালে হুগলীর চন্ডীতলা-১ ব্লকের মশাট বাজারে কৃষক সভা ও খেতমজুর ইউনিয়ন এর যুক্ত উদ্যোগে সম্প্রতি কেরলের ওয়ানাড়ে প্রাকৃতিক দুর্যোগে শত শত নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের সাহায্যার্থে গণ অর্থ সংগ্রহ করা হয়।

আজ পোলবার কাশ্বাড়া তে কেরালার ওয়েনাড এর জন্য কৃষক সভার উদ্যোগে অর্থ সংগ্রহ।

আর জি কর মেডিকেল কলেজে স্নাতোকোত্তর পাঠরতা চিকিৎসকের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আজ পার্টি পাণ্ডুয়া এরিয়া কমিটির উদ্যোগে পাণ্ডুয়া শশিভূষন সাহা হাই স্কুলের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

পুরশুড়া মোড়েও মিছিল ও পথ অবরোধ করা হয় , ছাত্র, যুব, মহিলা, কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর ও অন্যান্য গণ সংগঠনের উদ্যোগে, সামন্তরোড থেকে মিছিল করে পুরশুড়া থানা হয়ে পুরশুড়া মোরে পথ অবরোধ হয়।

চাঁপদানী এরিয়া কমিটির উদ্যোগে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা ডাক্তার কে ধর্ষণ ও খুনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল। এরিয়া কমিটির অফিসের সামনে থেকে ভদ্রেশ্বর বাজার হয়ে শান্তি পল্লী পার্টি অফিস পর্যন্ত হয়। মিছিলে র শেষে বক্তব্য রাখেন এরিয়া কমিটির সম্পাদক কমরেড সুখেন মুখার্জী ও পার্টি নেতৃত্ব অরুণ দাস ।

ডি ওয়াই এফ আই সিঙ্গুর উত্তর লোকাল কমিটির আনন্দনগর বাজারে বিক্ষোভ সংঘটিত হয়

ইটাচূনা এরিয়া এলাকায় ইটাচূনা কলেজ মোড়ে এরিয়া কমিটির ডাকে নৃশংসভাবে ধর্ষন ও খুনের প্রতিবাদে পথসভা সংগঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমরেড শ্যামল ঘোষাল। বক্তব্য রাখেন গৌরাঙ্গ বাহক, শুক্লা মুখার্জী, গোপাল সাধুখাঁ ও সৌরেন বসু।

আজ শনিবার (১০/৮/২৪) , ব্যান্ডেল কোদালিয়া এরিয়া কমিটির উদ্যোগে বিকাল ৫-৩০ মিঃ ব্যান্ডেল রেল ষ্টেশনে মহিলা চিকিৎসকের উপর পাশবিক নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ সংগঠিত হয়। সভা পরিচালনা করেন .অজিত কর্মকার।বক্তব্য রাখেন স্নেহাশীষ চক্রবর্তী , অজিত কর্মকার ,সোমনাথ কর, বিজয় গাঙ্গুলি, সুশান্ত দাস , সায়র মিল ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।