জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজ: নিজস্ব প্রতিবেদক এর খবর অনুযায়ী আজ ও হুগলি জেলার অনেক জায়গায় প্রয়াত প্রাক্তন মূখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এর স্মরণে শোক মিছিল সংগঠিত হয়।

প্রিয় নেতা বুদ্ধদেব ভট্টাচাৰ্যের প্রয়ানে আজ খানাকুল ২ এর বলপাই শাখার বলপাই গ্রামে বিকালে জনা পঁচিশ জন কে নিয়ে শোক মিছিল হয়।

পোলবার আলিনগর এ শোক মিছিল বের হয়।

আজ দাদপুর এরিয়ায় পুইনানে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়ানে শ্রদ্ধার্ঘ ও শোক মিছিল করা হয়।

প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানিয়ে গোঘাট এক ও দুই এরিয়া কমিটি যুক্ত কেন্দ্রীয় মৌন মিছিল করা হল। কামারপুকুর চটির পার্টি অফিস থেকে শুরু করে,বি ডি ও মোড়,বাংলো গড়া ,কামারপুকুর চটি ঘুরে পার্টি অফিসে শেষ হয়। এই মৌন মিছিলে উপস্থিত ছিলেন দেবু চ্যাটার্জি, ভাস্কর রায়,অরুন পাত্র,অভয় ঘোষ, সত্যসাধন ঘোষ, মহঃ ইয়াসিন, তরুণ ঘোষ,তিলক ঘোষ, দীপক লাহা, জাকির হোসেন, সমীরণ রায়, কবিতা পাল ও দুটি এরিয়া কমিটির সদস্যগণসহ প্রায় তিন শতাধিক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

আজ ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)ডানলপ বাঁশবেড়িয়া চন্দ্রহাটি এরিয়া কমিটির উদ্যোগে প্রয়াত জননেতা এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে একটি শোক মিছিল আয়োজন করা হয়। মিছিলটি কালিতলা রথঘর থেকে শিবপুর অটো ষ্ট্যান্ড পর্যন্ত পরিক্রমা করে মিছিলে ২০০ শতাধিকের উপরে কর্মী সমর্থক পার্টির সদস্য উপস্থিত ছিলেন।

জননেতা পশ্চিম বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী সি পি আই এম নেতা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য প্রতি শ্রদ্ধা জানিয়ে তারকেশ্বর 2 নং এরিয়া কমিটির পক্ষ থেকে মৌন মিছিল বের হয় চাঁপাডাঙ্গা বাজার এলাকায় ।

প্রয়াত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে চন্ডীতলা ১ এরিয়া কমিটির শিয়াখালা বাজারে শোক মিছিল ।

আজ সকাল ১০-৩০মি এরিয়া কমিটির উদ্যোগে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতিকৃতিতে মালা ও পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান হয় কাজিডাঙ্গা পার্টি কেন্দ্রে। উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সদস্যগণ ও পার্টি সদস্য সহ দরদী সমর্থকগণ । সংক্ষিপ্ত সভায় এরিয়া কমিটির বর্ষীয়ান সদস্য অমল মিস্ত্রী সভা ‌পরিচালনা করেন। এরিয়া কমিটির অন্যতম সদস্য সুদীপ তরফদার সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এছাড়া পার্টির ঘনিষ্ঠ দরদী বরুণ কর কম বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতিচারণা করেন । বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়ের হুগলী জেলা গণনাট্য সংঘের সম্পাদকের লেখা কবিতা পাঠ করেন। শেষে আন্তজার্তিক সংগীতের মধ্য দিয়ে আজকের কর্মসূচি শেষ হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।