জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজ:০৮/০৮/২০২৪:- প্রবাদ প্রতিম জননেতা পশ্চিমবঙ্গ এর প্রাক্তন মূখ্যমন্ত্রী কবি সুকান্ত ভট্টাচার্য এর ভাইপো বুদ্ধদেব ভট্টাচার্য এর সকালে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হুগলি জুড়ে শোকের বাতাবরণ তৈরি হয় । দুপুর থেকে বিকেল সন্ধ্যা গড়িয়ে শুরু হয় মৌন মিছিল

নিজস্ব সংবাদদাতাঃ-
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী , ভারতের কমিউনিস্ট পার্টি (মাসবাদী) পলিটব্যুরোর প্রাক্তন সদস্য মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সি,পি,আই (এম) হুগলি এরিয়া কমিটির পক্ষ থেকে হুগলী বালির মোড় থেকে পিপুলপাতি মোর অব্দি মিছিল করে , তারপর সেখানে শোক জ্ঞাপন করে কর্মসূচি শেষ করে ।

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে আজ পুরশুড়া উত্তর এরিয়া কমিটিতে শোক মিছিল করা হয়।

প্রয়াত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য – এর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ আরামবাগ – ২ এরিয়া কমিটির উদ্যোগে কাবলে পার্টি অফিস থেকে মায়াপুর পর্যন্ত শোক মিছিল।

রাজ্যর প্রাক্তন মুখ্যমন্ত্রী,পার্টির পলিট ব্যুরোর প্রাক্তন সদস্য,ডি ওয়াই এফ আই এর প্রতিষ্ঠাতা সম্পাদক,
ছাত্র-যুবদের সবার প্ৰিয় প্রবাদপ্রতীম বাম জননেতা বুদ্ধদেব ভট্টাচাৰ্য’র প্রয়াণে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে CPI(M) ডানকুনি এরিয়া কমিটির পক্ষ থেকে আজ বিকালে ডানকুনি এরিয়া দপ্তর “স্নেহেন্দু বিকাশ স্মৃতি ভবন” থেকে কালীপুর মোড় পর্যন্ত শোক মিছিল ।

লাল পতাকা অর্ধনমিত,নেতার প্রয়ানে শোক মিছিল সর্বত্র।
বৃহস্পতিবার সকালে পাম এভিনিউ এর বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিআই(এম) পলিটব্যুরো সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য।
চুঁচুড়া তোলাফটক থেকে একটি শোক মিছিল বের হয়।শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে।
সিপিআই(এম) হুগলি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মনোদীপ ঘোষ জানান,কাল কলকাতায় দলের সব কর্মিরা যাবেন।পিস ওয়ার্ল্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর মরদেহ রাখা আছে।সেখান থেকে বিধানসভায় যাবে দেব।তারপর সিপিআই(এমে)র রাজ্য দপ্তর হয়ে নীলরতন সরকার মেডিকেল কলেজে দেহদান করা হবে।রাজ্যের বিভিন্ন জেলা থেকে কর্মীরা সেই শোক মিছিলে যোগ দেবেন।

জননেতা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে বৈঁচি এরিয়া কমিটির উদ্যোগে শোক মিছিল।

জননেতা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে সিঙ্গুর দক্ষিণ এরিয়া কমিটির উদ্যোগে সিঙ্গুর বাজারে শোক মিছিল। মিছিল শেষে এরিয়া কমিটির অফিসে শ্রদ্ধা নিবেদন।

প্রয়াত জননেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচাৰ্যের স্মারণে শোক মিছিল মগরা শহীদ স্মৃতি ভবন থেকে শুরু হয়ে মগরা স্টেশন ঘুরে জিটি রোড হয়ে আবার শহীদ স্মৃতি ভবনে শেষ হয়।

চুঁচুড়া এরিয়া কমিটির উদ্যোগে শোকমিছিল চুঁচুড়া তোলাফটক মোড় থেকে কামারপাড়া হয়ে ঘড়ির মোড় পর্যন্ত। উপস্থিত রয়েছেন পার্টির প্রবীণ নেত্রী কমরেড মিতালি কুমার, রাজ্য কমিটির সদস্য কমরেড মনোদীপ ঘোষ, চুঁচুড়া এরিয়া কমিটির সম্পাদক কমরেড সোমনাথ ব্যানার্জি।

গোঘাট এক ও দুই নম্বর এরিয়া কমিটির গোঘাটে ও কামারপুকুর লাহাবাজারে প্রয়াত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানিয়ে মৌন মিছিল। আগামীকাল কামারপুকুরে কেন্দ্রীয় শোক মিছিল হবে।

কমরেড আজ সকাল ৮•২০ মিনিটে সর্বজন শ্রদ্ধেয় প্রবাদ প্রতিম কমিউনিস্ট নেতা রাজ‍্যের প্রাক্তন মূক্ষ‍্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য্য প্রয়াত হয়েছেন। সেই জন‍্য আজ বিকাল ৫টায় নতিবপুর১ আঞ্চলিক কৃষক সভার উদ্যোগে জয়রামপুর বাজারে একটি শোক মিছিল সংগঠিত হয়। এই শোক মিছিলে প্রায় শতাধিক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

খানাকুল ২ এরিয়া কমিটি এলাকায়কমরেড বুদ্ধদেব ভট্টাচাৰ্যের ণ্রয়াণে তিনটি শোকমিছিল হয়। রাজহাটি জয়রামপুর ও পলাশপাই। এই শোক মিছিলে প্রায় ২৫০ জন কর্মী সমর্থক ও নেতৃত্ব উপস্থিত ছিল।

বলাগড় ২ নং এরিয়া কমিটির উদ্যোগে প্রয়াত পার্টি নেতৃত্ব ও প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য স্মরণে জিরাট বাসস্ট্যান্ড থেকে জিরাট কলোনী বাজার পর্যন্ত শোক মিছিল হয়।

খানাকুল এক /রামপ্রসাদ পার্টি অফিস প্রাঙ্গনে প্রয়াত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোক ঞ্জাপন করা হল এবং রামপ্রসাদ এলাকায় শোক মিছিল করা হল।

মানকুণ্ডু-তেলিনী পাড়া এরিয়াকমিটির মিছিল।
বাবুরবাজার মোড় থেকে মানকুণ্ডুস্টেশন পর্যন্ত মিছিল হয়।

ধনিয়াখালি এরিয়া প্রস্তুতি কমিটির উদ্যোগে প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ধনিয়াখালি তে আজ শোক মিছিল হয়।

গোঘাট দুই নম্বর এরিয়া কমিটির অধীন বেঙ্গাই চৌমাথায় থেকে শুরু হয়ে বেঙ্গাই কলেজ মোড় হয়ে পার্কে শেষ হয় প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানিয়ে মৌন মিছিল।

ধনিয়াখালি এরিয়া প্রস্তুতি কমিটির উদ্যোগে বুদ্ধবাবুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ধনিয়াখালি তে আজ শোক মিছিল হয়।

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) পলিটিক্যাল প্রাক্তন সদস্য ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জননেতা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক মিছিল জাঙ্গীপাড়ার অমল সিংহরায় ভবন থেকে শুরু করে জাঙ্গীপাড়া বিবেক কোল্ড স্টোর মোড়, বাজার, চন্দনপুর মোড় ঘুরে পার্টি অফিসে শেষ হয়।

চন্দননগর উত্তর দক্ষিণ এরিয়া কমিটির শ্রদ্ধা স্মরণে । লাল সেলাম কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য।

তারকেশ্বর -১ ও ২ এরিয়া কমিটির উদ্যোগে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সি পি আই (এম) পলিটব্যুরোর সদস্য কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসানে আমরা শোকাহত।গভীর শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে তারকেশ্বর শহরে শোক মিছিল বের হয়। মিছিলের পুরোভাগে কমরেড স্নেহাশীষ রায়, কমরেড গণেশ মান্ডী, মন্টু ভৌমিক,তন্ময় জানা সহ দু’টি এরিয়া কমিটির সদস্য এবং অগনিত মানুষ শোক মিছিলে পা মেলান।

ভারতের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী) কোতরঙ-হিন্দমোটর এরিয়া কমিটির উদ্যোগে প্রয়াত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য স্মরণে শোক মিছিল।

চন্ডীতলা ২ এরিয়া কমিটি উদ্যোগ চন্ডীতলা বাজারে কেন্দ্রীয় শোক মিছিল অনুষ্ঠিত হলো। এছাড়া বিভিন্ন অঞ্চলেও শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে।

চাঁপদানী এরিয়া কমিটির উদ্যোগে আজ দীর্ঘ 2 কিমি পথ পরিক্রমা করে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য র শোক মিছিল।

ব্যান্ডেল কোদালিয়া এরিয়া কমিটির উদ্যোগে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য স্মরণে শোকমিছিল সংগঠিত হয়। পার্টি সদস্য,এজি সদস্য সহ সমর্থকদরদী উপস্থিত ছিলেন।

ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী চন্দননগর উত্তর দক্ষিণ এরিয়া কমিটির আহ্বানে আজ শোক মিছিলে শত শত মানুষ পা মিলিয়েছেন। বুকের ভিতরে কষ্ট বুকের উপর ব্যাচ নিয়ে ইন্টারন্যাশনাল গান, ধিরে স্লোগান দিতে দিতে মিছিল শুরু হয় বিপ্লবী কালীচরণ ঘোষ ভবন থেকে। উর্দিবাজার স্ট্যান্ড রোড হয়ে হাটখোলা হয়ে লিচতলা পার্টি অফিসের সামনে মিছিল শেষ হয়। মিছিলের শেষে বক্তব্য রাখেন সম্পাদক পিনাকী চক্রবর্তী।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।