চিন্তন নিউজ:০৬/০৮/২০২৪:- দেবারতি বাসুলীঃ-আজ ৬ তারিখ ভারতে কমিউনিস্ট পার্টি গড়ে তুলতে কাকাবাবুর ভূমিকা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় পুরশুড়া উত্তর এরিয়া কমিটির অফিসে। আলোচনা করেন পার্টির হুগলী জেলা সম্পাদকমন্ডলীর সদস্য স্নেহাশীষ রায়।
আজ খানাকুল ২ এরিয়া কমিটির অফিসে কাকাবাবুর জীবনী নিয়ে ২য় আলোচনা সভা হয় এরিয়া অফিসে। আলোচনা করেন সম্পাদকমণ্ডলীর সদস্য পূর্ণেন্দু চ্যাটার্জী । সভাপতি নেপাল খাঁ। অন্যান্য এরিয়া কমিটির সদস্য সহ উপস্থিতি ভালো ছিল।
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)তারকেশ্বর ১ ও ২ এরিয়া কমিটির উদ্যোগে তারকেশ্বর -১এরিয়া কমিটির অফিসে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
আলোচ্য বিষয় ছিল ভারতের কমিউনিস্ট পার্টি গঠনে কমরেড মুজাফফর আহমেদের অবদান।
প্রধান বক্তা ছিলেন শ্রুতিনাথ প্রহরাজ।
সি.পি.আই(এম) কোতরং-হিন্দমোটর এরিয়া কমিটির উদ্যোগে কমরেড মুজফফর আহমেদ (কাকাবাবু) র ১৩৬ তম জন্মদিবসে আলোচনা সভা।
বিষয় : কাকাবাবু মুজফফর আহমেদের জীবন ও সংগ্রাম।
বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পার্টির হুগলি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ভাস্কর রায়,সভার সভাপতি ছিলেন পার্টি এরিয়া কমিটির সদস্য তনয় দাশগুপ্ত।