জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজ: পার্থ চ্যাটার্জীঃ-প্রতিবছরের মতো এবারে ভারতের কমিউনিস্ট মার্কসবাদী উত্তর দক্ষিণ এরিয়া কমিটির পক্ষ থেকে চন্দননগর ধারাপারায় অবস্থিত বিপ্লবী কালীচরণ ঘোষ স্মৃতি ভবনে কাকাবাবু মুজাফফর আহমেদের জন্ম দিবস পালন করা হলো। সভাপতিত্বে করেন বিশ্বনাথ বন্দোপাধ্যায়। প্রথমে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এর পর তাঁর রাজনৈতিক জীবনের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন পার্টির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য শ্রুতি নাথ প্রহরাজ।

দেবারতি বাসুলীঃ-চুঁচুড়া এরিয়া কমিটির দপ্তরে আজ মুজফফর আহমেদের আহমেদের ১৩৬ তম জন্মদিবস পালন করা হল ।

এছাড়াও হুগলি জেলার বিভিন্ন স্থানে কাকাবাবুর জন্মদিবস পালন করা হয়।রিষড়া ৫ নং শাখায় পতাকা উত্তোলন ও পুষ্প স্তবক দিয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
পুরশুড়া উত্তর এরিয়া কমিটির অফিসে কাকাবাবুর জন্মদিন পালন করা হয়।

বলাগড় ১ নং এরিয়া কমিটি অফিসে কাকাবাবুর জন্মদিন পালন করা হয় এবং ৩০০ কপি গণশক্তি বিক্রয় করা হয়েছে।

আজ ডানলপ -বাঁশবেড়িয়া – চন্দ্রহাটির মনসা তলায় পার্টির এরিয়া কমিটির অফিসেও মুজাফফর আহমেদ এর জন্মদিন পালন করা হয়।

ব্যান্ডেল কোদালিয়া এরিয়া কমিটির উদ্যোগে ১৩৬ তম জন্মদিবস পালন করা হয় কাজিডাঙ্গা পার্টি অফিসে। মলয় সরকার হুগলি জেলা কমিটির সদস্য কাকাবাবুর জন্মদিনের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
রবীন্দ্রনগর ও পূর্ব সিমলা পার্টি অফিসে ও এই কর্মসূচি পালিত হয়।

“ভারতে কমিউনিস্ট পার্টির বিকাশে কাকাবাবু মুজফ্ফর আহমেদের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা আয়োজিত হলো চণ্ডীতলা-১ এরিয়া কমিটির উদ্যোগে খোন্দকার গিয়াসউদ্দিন আহমেদ ভবন, মশাট, হুগলীতে।

জাঙ্গীপাড়া এরিয়া কমিটির কার্য্যালয় অমল সিংহরায় ভবনে কমরেড মুজফ্ফর আহমেদের ১৩৬তম জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হলো।

চাঁপদানী এরিয়া কমিটির অফিসে ও খানাকুল ২ এরিয়া কমিটি এলাকায় পলাশপাই চড়কতলায় কমিউনিষ্ট পার্টি গড়ে তোলায় কাকা বাবুর ভূমিকা বিষয় আলোচনা সভা হয়। আলোচক কমরেড অসীম বাগ। উপস্থিত ছিলেন নীলরতন দোলুই হরি মান। সভাপতি গৌর জানা। ৩৪ জন পাম ৭ জন এ জি এম মোট ৪১ জন উপস্থিত ছিলেন। দাদাপুর এরিয়া কমিটির উদ্যোগে পালিত হয় এই বিশেষ দিনটি।

আজ পোলবার আলিনগর এ কমরেড মুজাফফর আহমদ এর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

রোহন ঘোষঃ-ভারতের কমিউনিস্ট পাটি (মার্কসবাদী) মগরা দিগসুই সপ্তগ্রাম এরিয়া কমিটির উদ্যোগে আজ সন্ধ্যা ৬ টায় মগরা শহীদ স্মৃতি ভবনে প্রয়াত জননেতা মোজাফ্ফর আহমেদ ( কাকাবাবু ) জন্মদিনে আলোচনা সভা অনুষ্টিত হয় ।(বিষয় – পার্টি প্রতিষ্টায় কাকাবাবুর ভূমিকা )বললেন আশুতোষ মুখোপাধ্যায়,সভাপতীত্ব করেন গুরুপদ ঘোয।

রাজবলহাট-২ অঞ্চলের নবগ্রাম পীরতলা পার্টি অফিসে কাকাবাবুর জন্মদিন পালন ও ভারতের কমিউনিস্ট আন্দোলনে কাকাবাবুর ভূমিকা সম্পর্কে আলোচনা করা হল।

 

সোমনাথ ঘোষঃ- চন্ডীতলা ১ এরিয়া কমিটির উদ্যোগে কমরেড মুজফফর আহমেদ(কাকাবাবু)র ১৩৬ তম জন্মদিনে আলোচনা সভা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।