চিন্তন নিউজ:২৮/০৭/২০২৪:- পার্থ চ্যাটার্জীঃ- আজ ২৮ শে জুলাই চন্দননগর আই এম এ হলে ১৬ নং ওয়ার্ডের জনপ্রতিনিধি অভিজিৎ সেনের উদ্যোগে বিনা ব্যায়ে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে রক্ত চাপ পরীক্ষা, ফুসফুস পরীক্ষা, রক্তের শর্করা পরীক্ষা, ই সি জি ইত্যাদি পরীক্ষা করা হয়। বহু সাধারণ মানুষ এই শিবিরের ফলে উপকৃত হয়।
সোমনাথ ঘোষঃ- হুগলী জেলা কৃষক সমিতির উদ্যোগে নির্বাচনোত্তর পরিস্থিতিতে সংগঠন ও আন্দোলন করনীয় কাজ নিয়ে সাধারণ সভা তারকেশ্বর অনুষ্ঠিত হয়।
উদ্বোধন করেন ভক্তরাম পান।
আগামী দিনে করনীয় কাজ নিয়ে বক্তব্য রাখেন প্রাদেশিক কৃষক সভার সম্পাদক অমল হালদার । রিপোর্ট পেশ করেন জেলা কৃষক সভার সম্পাদক স্নেহাশিস রায় ।
১৮ টা ব্লক কমিটি থেকে এই রিপোর্টের উপর আলোচনায় অংশ গ্রহন করেন।
দেবারতি বাসুলীঃ-বীর শহীদ জওয়ান সফিউল ইসলামের স্মরনে এসএফআই ও ডি আই এফ আই বলাগড় দুই লোকাল কমিটির উদ্যোগে প্রবীর সেনগুপ্ত ভবনে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। মোট রক্ত দাতা ৪০ জন, সকল রক্ত দাদাদের চারা গাছ বিলি দেওয়া হয়।
প্রয়াত সাংসদ ও শ্রমিক নেতা দীনেন ভট্টাচার্যের স্মরণে তেতাল্লিশ তম রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হলো বাঙ্গিহাটিতে। ডি ওয়াই এফ আই , শ্রীরামপুর এর উদ্যোগে।
প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে তেত্রিশ জন রক্তদান করলেন।
সিপিআইএম পার্টির প্রবীণ নেত্রী, জেলা নেতৃত্ব ও মহিলা আন্দোলনের জেলার অন্যতমা শীর্ষ নেতৃত্ব মীনা রায়চৌধুরীর স্মরণসভা হলো রবিবার কোন্নগর উপহার অনুষ্ঠান বাড়িতে। শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন পার্টির রাজ্য নেতৃত্ব মনোদীপ ঘোষ।
প্রয়াতার প্রতি স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন পার্টির রাজ্য সম্পদকমন্ডলির সদস্য ও জেলা সম্পাদক দেবব্রত ঘোষ, মনোদীপ ঘোষ, আব্দুল হাই, বক্তব্য রাখেন মীনা রায়চৌধুরীর পুত্র অভিরূপ রায়চৌধুরী, অভিজিৎ চক্রবর্তী, শান্তশ্রী চ্যাটার্জী, মিতালী কুমার। উপস্থিত ছিলেন পার্টির জেলা সম্পাদকমন্ডলীর সদস্য তীর্থঙ্কর রায়। সভায় সভাপতিত্ব করেন মনো দীপ ঘোষ।