চিন্তন নিউজ:দেবারতি বাসুলীঃ-০৮/০৭/২০২৪:– গতকাল জননেতা প্রয়াত জ্যোতি বসুর জন্মদিন পালিত হয় দাদপুর এরিয়া কমিটির অফিস পুইনানে প্রয়াত নেতার সংগ্রামী জীবন নিয়ে আলোচনা হয়।
প্রবাদপ্রতিম জননেতা জ্যোতি বসুর ১১১ তম জন্মদিবস উপলক্ষে সিঙ্গুর উত্তর এরিয়া কমিটির পক্ষ থেকে আনন্দনগরে পার্টি অফিসে মাল্যদান ও শ্রদ্ধা জ্ঞাপনের কর্মসূচী পালন করা হয়।
শতাধিক শ্রমজীবী মানুষের উপস্থিতিতে গতকাল হরিপাল হরেকৃষ্ণ কোঙার ভবনে সিটু, হরিপাল জোনাল সমন্বয় কমিটির উদ্যোগে এক আলোচনা সভার মাধ্যমে শ্রদ্ধার সঙ্গে উদ্যাপিত হল জ্যোতি বসুর ১১১তম জন্মদিবস। আলোচনার বিষয়বস্তু ছিল, জ্যোতি বসুর ভাবনায় আজকের সময় ও শ্রমিক শ্রেণীর কাজ’। প্রধান আলোচক ছিলেন রাজ্য কো-অর্ডিনেশন কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য অরুণাংশু ভট্টাচার্য ও জেলা সি,আই, টি, ইউ সম্পাদকমণ্ডলীর সদস্য আবদুল হাই। সভাপতিত্ব করেন উমাপদ ঘোষ। উপস্থিত ছিলেন জেলা ওয়ার্কিং কমিটির সদস্য যোগীয়ানন্দ মিশ্র, বিদ্যুৎ দাস সহ নেতৃবৃন্দ।
জননেতা জ্যোতি বসুর জন্ম দিন পালিত হয় পোলবা এরিয়া কমিটির অফিস আলিনগর এ। প্রয়াত নেতার সংগ্রামী জীবন নিয়ে আলোচনা করেন পার্টির রাজ্য কমিটির সদস্য মনোদীপ ঘোষ।
ভারতের কমিউনিষ্ট পাটি ( মার্কসবাদী )
মগরা দিগসুই সপ্তগ্রাম এরিয়া কমিটির সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের সপ্তগ্রামের মালো পাড়া গ্রামের সপ্তগ্রাম ১নং শাখার পার্টি সদস্য রাখাল বালা ৬৫ বছর বয়সে আজ সকাল ১০-৩০ মিনিট নাগাদ পথ দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত নিয়ে কলকাতার আর জি কর মেডিকেল কলেজে ভর্তি হন। সেখানে আনুমানিক রাত্রি ৭-৩০মিনিট নাগাদ প্রয়াত হন। তিনি রেখে স্ত্রী দুই পুত্র এক কন্যা ও নাতি নাতনি কে।তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে, পার্টি নেতৃত্ব তার বাসবভনে উপস্থিত হয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানান।