চিন্তন নিউজ:সোমনাথ ঘোষঃ- আদিবাসীদের বঞ্চনা, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে জল, জমি ও জঙ্গলের অধিকার আদায়ে সিধু কানুর আত্মত্যাগ স্মরণ করে চন্ডীতলা ১ নং ব্লক কৃষক সভা এলাকার আঁইয়ায় হুল দিবস পালন ।
সিধু কানুর তীর ধনুক বল্লম নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই নিয়ে বক্তব্য রাখেন কৃষক নেতা ভক্তরাম পান ,খেতমজুর সংগঠনের স্বপন বটব্যাল অন্যান্যরা ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদিবাসী অধিকার মঞ্চের প্রবীণ নেতা রামেশ্বর মান্ডি।
উপস্থিত ছিলেন রঘুনাথ ঘোষ, সোমনাথ ঘোষ, অশোক নিয়োগী, আশীষ চ্যাটার্জি সহ অন্যান্যরা ।
সুদীপ্ত সরকার:- ক)জাঙ্গীপাড়া থানা আদিবাসী মঞ্চ, থানা কৃষক সমিতি ও থানা খেতমজুর ইউনিয়ন এর যৌথ উদ্যোগে জাঙ্গীপাড়ার ঘুঁটেপোড়া মাঠে ঐতিহাসিক হুল দিবস পালিত হল। সকাল ৯টা থেকে সিধু কানহোর মুর্ত্তীতে মাল্যদান ও আদিবাসী সমাজের প্রচলিত রীতির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
মাঝে প্রাকৃতিক দূর্যোগের কারণে অনুষ্ঠান বন্ধ রাখতে হয়। মধ্যাহ্নভোজের পর প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান শুরু হয়। তীরন্দাজী, মাথায় জল ভর্তী কলসি নিয়ে দৌড়, হাঁড়ি ভাঙ্গা, মিউজিক্যাল চেয়ার, বাচ্চাদের বিস্কুট দৌড় সহ অন্যান্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জাঙ্গীপাড়া অঞ্চল ছাড়াও পার্শ্ববর্ত্তী অঞ্চলের আদিবাসী মানুষজনের উপস্থিতি ছিল ভালো। হল দিবস নিয়ে মানুষজনের আগ্রহ ও উৎসাহ ছিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদিবাসী মঞ্চের দূর্গা হাঁসদা, অজয় মূর্মূ, থানা কৃষক সমিতির সম্পাদক তপন রায়, কৃষক আন্দোলনের নেতৃত্ব বিরাজ সিংহরায়, খেতমজুর আন্দোলনের নেতৃত্ব সুদীপ্ত সরকার । এছাড়াও কৃষক, খেতমজুর ও ট্রেড ইউনিয়ন নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন

খ)শোক সংবাদ:- জাঙ্গীপাড়া এরিয়া কমিটির অন্তর্গত ফুরফুরা -১নং শাখার সদস্য কমরেড পরেশ মাঝি (বেলা মাঝি) আজ রাত্রি ৮টা নাগাদ প্রয়াত হয়েছেন। বেশ কয়েক দিন যাবৎ তিনি অসুস্থ ছিলেন। বয়স হয়েছিল প্রায় ৭০ বৎসর। কৃষক সমিতির নেতৃত্বে জমির আন্দোলনের মধ্য দিয়ে পরেশ মাঝি পার্টিতে আসেন। ১৯৯০ সালে তিনি পার্টির সদস্য পদ লাভ করেন।
প্রয়াত পরেশ মাঝির স্ত্রী, তিন পুত্র, পুত্রবধূ, এক কন্যা জামাতা সহ একাধিক নাতি নাতনি নাতজামাই বর্তমান। পরেশ মাঝির মৃত্যু সংবাদ পাওয়ার পর ঐ শাখার সম্পাদক পুলকেশ সিংহরায় , সুজয় মালিক সহ অন্যান্য নেতৃত্বগণ চাঁড়পুরের বাড়িতে উপস্থিত হন। আগামীকাল সকাল ৬টায় চাঁড়পুরের বাড়িতে সকলে উপস্থিত হয়ে প্রয়াত পরেশ মাঝি কে শ্রদ্ধা জানানো হবে।

দেবারতি বাসুলীঃ- আজ দাদপুর এরিয়া কমিটি এলাকায় যথাচিত মর্যাদায় হুলদিবস পালন করা হয়।
চন্ডীতলা- ১ এ আঁইয়া গ্ৰামের আদিবাসী পাড়ায় হুল দিবস পালন করা হলো।
পাণ্ডুয়া অঞ্চলে দীঘির পাড়, ক্ষীর কুন্ডি নিয়ালা নামাজগ্রাম অঞ্চলে বাগময়দান, ক্ষীর কুন্ডি,সরাই তিননা অঞ্চলে তিননা,পাঁচ গড়া তোরগ্রাম অঞ্চলে হুগলী ডাঙ্গা,মাগুরা,বল্লাল দীঘি, জামগ্রাম মন্ডলাই অঞ্চলে বেরুই,রুক্মিণী, ভোটগ্রাম, জামগ্রাম,কানুর,ইলছোবা দাসপুর অঞ্চলের গোলাগড়ি গ্রামে মোট ৬টি অঞ্চলের ১৩টি গ্রামে আজ হুল দিবস পালন করা হয়।
