জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজঃ- ডাঃ প্রনব ঘোষঃ-“চোর ধরো, জেলে ভরো” কর্মসূচিতে যোগ দিতে আজ কলকাতার পথে,
সারা ভারত যুবলীগ
বাঁশবেড়িয়া লোকাল কমিটি। তারপর সল্টলেকের করুণাময়ীতে এসএসসি’র দুর্নীতির প্রতিবাদ জানাতে গিয়ে দলদাস পুলিশ গ্রেফতার করল সারা ভারত যুবলীগ হুগলী জেলার সাধারণ সম্পাদক কমরেড দিপ্তাগ্নী ঘোষ সহ বামফ্রন্টের অন্যান্য কমরেডদের। সরকার স্বতঃস্ফূর্ত আন্দোলনের কন্ঠরোধ করতে চাইছে, অবিলম্বে কমরেডদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

ভোলা হাজরাঃ-হুগলি জেলার জুটমিল গুলো খোলার দাবীতে চন্দননগর জ্যোতির মোড়ে বিক্ষোভ সমাবেশ ও অবরোধ
কর্মসূচি পালন করা হয়।

জয়দেব ঘোষঃ-‘চটকল বাঁচাও, চট শিল্পের শ্রমিক ও তাদের পরিবার বাঁচাও, বন্ধ চটকল খোলো’ চট শিল্পে সংকটের প্রতিবাদে, অবিলম্বে ইন্ডিয়া জুট মিল সহ অন্যান্য চটকল খোলার দাবীতে, শ্রমিকদের নায্য পাওনা মেটানোর দাবী BCMU (সিটু) সহ বামপন্থী ট্রেড ইউনিয়নসমূহের ডাকে শ্রীরামপুর শ্রীরামপুর বটতলা অবরোধ ও প্রতিবাদ কর্মসূচী, নেতৃত্ব ছিলেন শ্রমিক নেতা কমরেড সুমঙ্গল সিং, কমরেড প্রাণেশ বিশ্বাস, কমরেড মিঠুন চক্রবর্তী প্রমুখ।

চটকল বাঁচাও চট শ্রমিক ও তার পরিবারদের বাঁচাও বন্ধ চটকল খোলো এই দাবিতে আন্দোলনে বাঁশবেড়িয়া ঝুলনিয়া মোড়ে BCMU র নেতৃত্বে অন্যান্য ইউনিয়নের সহযোগিতায় প্রতিবাদ সভা ও রাস্তা অবরোধ কর্মসূচী পালিত হলো।
সভায় বক্তব্য রাখেন BCMU র পক্ষে কমরেড বিশ্বনাথ সাউ, কমরেড সৈকত শো, INTUC র পক্ষে শ্রী বিশ্বনাথ সাহা, সভার সভাপতিত্ব করেন কমরেড সুব্রত দাসগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন কমরেড অনির্বাণ সরকার, কমরেড শৈলেন বিশ্বাস।
শতাধিক শ্রমিক কর্মচারী উপস্থিত ছিলেন প্রায় 30 মিনিট পথ অবরোধ চলে।

তরুণ ঘোষঃ-চাই কর্মীর মর্যাদা, উপযুক্ত বেতন ও সামাজিক সুরক্ষা-

পশ্চিমবঙ্গ মিড-ডে-মিল কর্মী ইউনিয়ন
মগরা দিগসুই সপ্তগ্রাম আঞ্চলিক কমিটি

আজ ২৭/০৫/২০২২ প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়,
LMI / IFL ওয়ার্কার্স ইউনিয়ন অফিসে। পতাকা উত্তোলন করেন সংগঠনের নেত্রী কমরেড তারা বিবি। কমরেড তারা বিবি কমরেড মধুছন্দা ঘোষ কমরেড স্বপন দে কমরেড লক্ষ্মী মণ্ডল ও কমরেড সাহাজউদ্দিন মল্লিক কে নিয়ে গঠিত সভাপতিমণ্ডলী সম্মেলন পরিচালনা করেন। সম্মেলনের উদ্বোধন করেন হুগলি জেলা সম্পাদিকা সেবা সাহা। প্রতিবেদন পেশ করেন ঝরনা বেরা। 14 জন প্রতিনিধি প্রতিবেদনের ওপর আলোচনা করেন। সম্মেলনে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন হুগলি জেলা CITU সম্পাদক মন্ডলীর সদস্য তরুণ ঘোষ। সম্মেলন থেকে কমরেড তারা বিবি কে সভাপতি , ঝর্না বেরা কে সম্পাদক করে মোট 21 জনের কমিটি গঠন করা হয়।

সম্মেলনের দাবি —
১) 2020 সালের ন্যায় প্রতিবছর ধারাবাহিকভাবে 10
মাসের পরিবর্তে 12 মাসের ভাতা প্রদান করতে হবে।
২) ন্যূনতম 21 হাজার টাকা সাপেক্ষে অবিলম্বে রন্ধন
কর্মীদের ভাতা বৃদ্ধি করতে হবে ।
৩) সামাজিক সুরক্ষা সহ মাসে 6000 টাকা পেনশন
উৎসব তালিভাতা ক্যাজুয়াল লিভ মেদিক্যাল লীভ
মেটারনিটি লিভ অবিলম্বে প্রদান করতে হবে।
৪)25 শে জুন পড়ুয়া পিছু দুইজন রন্ধন কর্মী নিয়োগ
করতে হবে।
৫)প্রত্যেক রন্ধন কর্মীকে পরিচিতি পত্র দিতে হবে।
৬ )নিযুক্ত কর্মীকে কোনভাবেই বরখাস্ত করা যাবে না।
৭)কেন্দ্রীয় সরকারকে প্রকল্পের অর্থ বরাদ্দ বৃদ্ধি করে
পড়ুয়া পিছু ব্যয় বরাদ্দ করতে হবে।
৮ )মাধ্যমিক স্তর পর্যন্ত মিড ডে মিল চালু করতে হবে।
৯) শ্রম কোড বাতিল করতে হবে।

সুব্রত দাশগুপ্তঃ-পর্বতারোহী পিয়ালী বসাকে সাহায্য করার জন্য বাঁশবেড়িয়া বাজারে অর্থ সংগ্রহ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।