চিন্তন নিউজঃ- জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায়ঃ- স্মৃতির এ্যালবাম থেকে…১৯৮৮ সালে গোঘাটের কামারপুকুর কলেজে অনুষ্ঠিত ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) হুগলী জেলার সম্মেলনে যোগদানকারী তদানীন্তন উত্তরপাড়া জোনাল কমিটির এলাকায় বসবাসকারী প্রতিনিধি ও দর্শকদের ছবি।সম্মেলন শেষে কামারপুকুর কলেজে শহীদ বেদীর সামনে ছবিটি তোলা হয়েছিল। ছবিতে দাঁড়িয়ে আছেন (বামদিকে থেকে পরপর) অশোক ব্যানার্জী(ফনু),জয়ন্ত ঘোষ(ঘন্টু),প্রশান্ত ব্যানার্জী(হাবুল),শঙ্কর মুখার্জী(নেপো), তপন ব্যানার্জী, অনিল মালি, আশীষ ঘোষাল, শিশির চক্রবর্তী, শৈলেন চৌধুরী, পার্থ মুখার্জী, সুখেন্দু বিশ্বাস, অজিত বাগ, শান্তশ্রী চ্যাটার্জী, জয়দেব চ্যাটার্জী, জয়দেব বাগচী, চয়ন ভাদুড়ী, দেবীপ্রসাদ বসুরায়, বিনয় পাল, শান্তিপ্রিয় দাশগুপ্ত, বাসুদেব পাল, অমলেন্দু মুখার্জী(ভোলা), প্রনব পাঠক। ছবিতে বসে আছেন (বামদিকে থেকে পরপর) পুলক চক্রবর্তী, রবীন সিনহা, তাপস চক্রবর্তী(মানু), বাসুদেব ইন্দ্র, জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায়, সলিল দত্ত, সমীর কয়াল, শুভ্রা সান্যাল, অখিল রায়, মানিক ব্যানার্জী, পঙ্কজ দাস, দীপ্তি ঘোষ, মমতা ঠাকুর, সমীর ব্যানার্জী (চনু)। সেই সময় এদের মধ্যে জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন শান্তশ্রী চ্যাটার্জী এবং জেলা কমিটির সদস্য ছিলেন অজিত বাগ ও শান্তিপ্রিয় দাশগুপ্ত।
অনন্ত সাঁতরাঃ-আজ ২৪-৫-২০২২ মঙ্গলবার সিপিআইএম দাদপুর এরিয়া কমিটির উদ্যোগে পুইনান আলির লজেপাটী সদস্য সিএম সদস্য দের সাধারণ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন নাসিরুদ্দিন হালদার ২৩তমপাটী কংগ্রেস ২৬ তম রাজ্য সম্মেলনের উপর বক্তব্য রাখেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড রামকৃষ্ণ রায় চৌধুরী।বাড়ী বাড়ী জনসংযোগ আগামী ১ লা জুন থেকে ৩০ শে জুন গন অর্থ সংগ্রহ কর্মসূচি কথা আলোচনা করেনএরিয়া কমিটির সম্পাদক কমরেড সৌমেন্দ্রনাথ ঘোষ। সভায় উপস্থিত ছিলেন ১০০ জন।
বাবাই সাহাঃ-আজ শ্রীরামপুরে মাহেশ জগন্নাথ মন্দিরের সামনে পুনর্নির্মিত কমরেড দীনেন স্মৃতি ভবন পার্টির কার্য্যালয়ের উদ্বোধন করেন পার্টি্র হুগলী জেলা কমিটির সম্পাদক এবং রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড দেবব্রত ঘোষ, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পার্টির নেতৃত্ব, এলকার নেতৃবৃন্দ, অগোনীত সাধারণ মানুষ।
জয়দেব ঘোষঃ- এসএসসি দুর্নীতি তে যুক্ত সমস্ত তৃণমূলী নেতা মন্ত্রী দের গ্রেপ্তারের দাবিতে ডিওয়াইএফআই পান্ডুয়া থানাতে ডেপুটেশন ।