জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজ: ঝুমা শীলঃ- শ্যামলী গুপ্তের প্রয়াণ দিবসে সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির আঞ্চলিক কমিটির উদ্যোগে শেওড়াফুলি বৈদ্যবাটি নবগ্রাম এক নম্বর শাখা পার্টি অফিসে রক্ত পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালন করা হল কমরেড তোমায় জানাই লাল সেলাম।

দেবারতি বাসুলীঃ-ক)নবগ্রাম কানাইপুর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে কমরেড শ্যামলি গুপ্তের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি।

খ) উত্তরপাড়া আঞ্চলিক কমিটির পক্ষ থেকে কমরেড শ্যামলি গুপ্তের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি।

গ)চূচূড়া আঞ্চলিক কমিটিতে কমরেড শ্যামলি গুপ্তের প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি।

দীপালী মন্ডলঃ-শ্রদ্ধেয় মহিলা নেত্রী কমরেড শ্যামলী গুপের প্রতিকৃতিতে মাল্যদান এর মধ্য দিয়ে স্মরণে সিঙ্গুর উত্তর ও দক্ষিণ আঞ্চলিক কমিটি।

শিবানী দাশগুপ্তঃ-আজ ২৫শে নভেম্বর সন্ধ্যায় ডানলপ- বাঁশবেড়িয়া – চন্দ্র হাটি আঞ্চলিক কমিটির উদ্যোগে কমরেড শ্যামলী গুপ্তের প্রয়আন দিবসে ত্রিবেণী মনসাতলা অফিসে তাঁর প্রতি কৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে আজকের দিনটি নারী নির্যাতন বিরোধী দিবস হিসাবে পালন করা হয়।

জয়দেব ঘোষঃ- ক) সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির চণ্ডীতলা ২ আঞ্চলিক কমিটির পক্ষ থেকে কমরেড শ্যামলী গুপ্তের ১১ তম প্রয়ান দিবসে শ্রদ্ধাজ্ঞাপন।

খ) বৈঁচী আঞ্চলিক কমিটির পক্ষ থেকেও কমরেড শ্যামলী গুপ্তর ১১ তম প্রয়ান দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

গ) সিঙ্গুর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে কমরেড শ্যামলি গুপ্তের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি।

ঘ) গোঘাটের বেঙ্গাই জিপির বেঙ্গাই চৌমাথায় কমরেড তপন পাত্রের স্মরণ সভা হয়।শোক প্রস্তাব উথ্থাপন করেন হরেকৃষ্ণ মুখার্জি।
প্রায় পাচশতাধিক মানুষের উপস্থিতি রয়েছে।
সভায় সভাপতিত্ব করেন হরেকৃষ্ণ মুখার্জি।উপস্থিত রয়েছেন দেবু চ‍্যাটার্জী, ভাস্কর রায়, অরন পাত্র, অভয় ঘোষ,সত্য ঘোষ,লাগোয়া কোতুলপুর পার্টির তাপস চক্রবর্তী, ধনঞ্জয় বেজ,আশীষ ঘোষ সহ গোঘাটের দুটি এরিয়া কমিটির কমরেডগণ। বেঙ্গাই জিপির চারটি শাখার উদ্যোগে সভাটি পরিচালিত হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।