জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজ: পার্থ চ্যাটার্জীঃ-জগদ্ধাত্রী উৎসব উপলক্ষে চন্দননগর পালপাড়ায় বই বিক্রয় কেন্দ্রে উপস্থিত হয়েছেন এরিয়া কমিটির সবচেয়ে বয়ষ্ক পার্টি সদস্য কমরেড সুনীত মজুমদার। সকল শুভানুধ্যায়ী মানুষ তার জন্য গর্বিত এবং উৎসাহিত। তার বর্তমান বয়স ৮৯ বছর। এই বয়সে অশক্ত শরীর নিয়ে উপস্থিত ছিলেন।

অর্পিতা ব্যানার্জীঃ- কোন্নগর নবগ্রাম টেকনো ইন্ডিয়া স্কুলের ঠিক গেটের সামনের অবস্থা , একটু বৃষ্টি হলেই এমন ভাবে জল জমছে ছাত্র ছাত্রী দের সেই জমা জল পাড়িয়ে বিদ্যালয় প্রবেশ করতে হচ্ছে, ফলে বিভিন্ন ধরনের ইনফেকশন তো হচ্ছেই , সাথে ডেঙ্গু হচ্ছে, ছাত্র ছাত্রী রা অসুস্থ হয়ে পড়ছে। বর্ষা চলে গেলেও সে জল সরছে না , মশার চাষ হচ্ছে সেখানে, অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হচ্ছে । হুগলি জেলার নিজস্ব প্রতিবেদক কমরেড অর্পিতা ব্যানার্জী কিছু ছবি তুলে বিদ্যালয় ও পঞ্চায়েত কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন । অবিলম্বে সঠিক ব্যবস্থা নেওয়া হোক।

সোমনাথ ঘোষঃ-হুগলীর চন্ডীতলা ১ নং ব্লক এলাকার পূর্ব শিয়াখালা পাত্র পাড়ায় কৃষক সভার সভ্য সংগ্রহ ও জনসংযোগ কর্মসূচি।

রনজিৎ ঘোষঃ-অঞ্চল সম্মেলন:–গোঘাট থানা কৃষক সমিতির অধীনে ভাদুর অঞ্চল কৃষক সমিতির ১৬ তম সম্মেলন আজ ২১।১১।২৩ তারিখে মদিনার পুরাতন সিনেমা হলে, অনুষ্ঠিত হল। সম্মেলনের শুরুতেই সংগঠনের রক্তপতাকা উত্তোলন করেন ভাস্কর রায়। শহীদ বেদীতে মাল্যদান করে শ্রদ্ধা জানান জেলা, থানা ও অঞ্চল নেতৃত্ব। সম্মেলন পরিচালনা করেন কৃষ্ণপদ রায় ও জয়দেব সাঁতরা। শোকপ্রস্তাব উত্থাপন করেন মৌসেন আলি। সম্মেলন উদ্বোধন করে বক্তব্য রাখেন সুজিত রায়। রিপোর্ট পেশ করেন মৌসেন আলি।১১ টি গ্রাম থেকে আসা মোট প্রতিনিধি উপস্থিত ছিলেন ৩৮ জন।১০ জন প্রতিনিধি আলোচনা করেন। ভাস্কর রায়, বিশ্বজিৎ মন্ডল বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন জাকির হোসেন, মহঃ ইয়াসিন,দীপক লাহা, গুনধর মন্ডল। মোট ২০ জনের কমিটি নির্বাচিত হয়। সভাপতি নির্বাচিত হয়েছেন কৃষ্ণপদ রায় । সম্পাদক নির্বাচিত হয়েছেন মৌসেন আলি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।