চিন্তন নিউজ:সোনিয়া অধিকারীঃ-আজ ২৭/০৭/২০২৩ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, শিমলা ইউনিট এর পক্ষ থেকে উত্তরায়ন-২ অঞ্চলের কৃতী ছাত্রী সুস্মিতা মহলি কে সংবর্ধনা দেওয়া হল । সুস্মিতার বাবা গৌতম মহলি পেশায় টোটোচালক । গরীব মধ্যবিত্ত পরিবারের মেয়ে সুস্মিতা অক্লান্ত পরিশ্রম করে IIT-দিল্লী তে নিজের স্থান দখল করেছে । আদরের মেয়ের কৃতিত্বে খুশি এলাকাবাসী সহ সুস্মিতার বাড়ির লোক ।
দেবারতি বাসুলীঃ-আজ নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এবং নিখিলবঙ্গ শিক্ষক সমিতি হুগলি জেলা কমিটির যৌথ উদ্যোগে জাতি দাঙ্গায় বিধ্বস্ত মণিপুরের মানুষের প্রতি সংগহতি, আদিবাসী মহিলাদের ওপর নির্মম অত্যাচার এবং এ রাজ্যের মালদা জেলায় ঘটে যাওয়া নারী নির্যাতনে কেন্দ্র এবং রাজ্যের প্রশাসনিক ব্যর্থতাকে ধিক্কার জানিয়ে শ্রীরামপুর স্টেশনের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বড় অংশের শিক্ষক শিক্ষিকার জমায়েত এর মধ্যে দিয়ে এই সভা সাফল্যমন্ডিত হয়। সভায় এবিপিটি এর কেন্দ্রীয় সভাপতি মোহনদাস পন্ডিতের প্রারম্ভিক বক্তব্য ও আজকের সভার সভাপতি মন্ডলী হিসেবে এবিটিএর রাশিদা খাতুন এবং এবিপিটি এর মানসী চক্রবর্তীকে ঘোষণার মধ্যে দিয়ে আজকের সভা শুরু হয়। সর্বপ্রথম বক্তব্য রাখেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হুগলি জেলা কমিটির সভাপতি মানস রঞ্জন ভঞ্জ। এরপর একে একে বক্তব্য রাখেন এ বি টি এর হুগলি জেলা সহ-সভাপতি গৌতম সরকার, নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য সোনালী চৌধুরী,ABPTA র কেন্দ্রীয় কোষাধ্যক্ষ কৃষ্ণেন্দু রায় চৌধুরী,ABTA র জেলা নেতৃত্ব বিপ্লব রথ, ABTA র জেলা সহ সম্পাদিকা লিপিকা মোদক, নিখিলবঙ্গ শিক্ষক সমিতির রাজ্য নেতৃত্ব বেদব্যাস মুখার্জি,ABPTA র জেলা সহ-সম্পাদক আশীষ চক্রবর্তী, বিশিষ্ট অধ্যাপক নেতৃত্ব সুব্রত চ্যাটার্জী,ABTA র জেলা সম্পাদক প্রিয়রঞ্জন ঘটক,ABPTA র জেলা সম্পাদক কমল মল্লিক এবং সর্বশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মোহনদাস পন্ডিত। বক্তারা সকলেই উল্লেখিত বিষয় তীব্র ধিক্কার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
সুব্রত দাশগুপ্তঃ-হুগলী জেলা নির্মাণ কর্মী ইউনিয়ন সি আই টি ইউ জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয় জেলা দপ্তরে। সভায় উপস্থিত ছিলেন নির্মাণ জেলা কমিটির সদস্য কমরেড হবিবুর রহমান। কমরেড হবিবুর রহমান
মগরা দিগসু সপ্তগ্রাম এলাকার নির্মাণ আঞ্চলিক কমিটির সম্পাদক। বিগত পঞ্চায়েত নির্বাচনে সপ্তগ্রাম পঞ্চায়েতে নির্বাচিত প্রার্থী, তাকে জেলা নির্মাণ ইউনিয়নের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। কমরেড জগন্নাথ ঘোষ হবিবুর রহমানের হাতে পুষ্পস্তবক তুলে দেন।
উপস্থিত ছিলেন জেলা নির্মাণ কর্মী ইউনিয়নের সাধারণ সম্পাদক কমরেড তরুণ ঘোষ, জেলা সি আই টি ইউ এর সভাপতি কমরেড মলয় সরকার,CWFI রাজ্য সম্পাদক মন্ডলির সদস্য কমরেড গুরুদাস ব্যানার্জী, সহদেব সামুই রাজ্য কমিটির সদস্য সুজন লাহা, সুব্রত দাসগুপ্ত,জহর বারিক,সেবা সাহা,প্রেমচাঁদ রায়, এবং জেলা কমিটির সদস্য গন।
এছাড়াও তিনি জানান যে মনিপুরে মহিলা দের উপর পাশবিক নির্যাতনের প্রতিবাদে এবং বি জে পি র মনিপুরে ঘৃন্য অপশাসনের প্রতিবাদে আজ সি পি আই এম , ডানলপ বাঁশবাড়িয়া চন্দ্রহাটি এরিয়া কমিটির ডাকে কেন্দ্রীয় প্রতিবাদ মিছিল সংগঠিত হলো ত্রিবেনী কালীতলা বাজার থেকে ত্রিবেনী অটো স্ট্যান্ড পর্যন্ত।
জয়দেব ঘোষঃ- সম্পূর্ণ মিথ্যে ও কল্পিত মামলা থেকে অবশেষে বৃহস্পতিবার বেকসুর খালাস হলেন সিপিআই(এম) নেতৃত্ব ও কর্মীরা। সম্পূর্ণ মিথ্যা ও কল্পিত অভিযোগে অভিযুক্ত সিপিআই(এম) নেতৃত্ব ও কর্মীরা বৃহস্পতিবার শ্রীরামপুর মহকুমা আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের থার্ড কোর্টে বিচারপতি মাননীয়া নীলাঞ্জনা ব্যানার্জীর এজলাসে বেকসুর খালাস পেয়েছেন।
উল্লেখ্য ২০১৭ সালের ২২ মে রাজ্যের বামফ্রন্টের আহ্বানে তৃণমূল সরকারের অপশাসনের প্রতিবাদে নবান্ন অভিযান সংঘটিত হয়েছিলো। সেইদিন তৃণমূল সরকারের পুলিশ বর্বরোচিত আক্রমন নামিয়ে এনেছিলো অভিযানে অংশগ্রহণকারীদের ওপর। এই নৃশংস ঘটনার প্রতিবাদে ২৩ মে বামফ্রন্ট রাজ্যজুড়ে বিক্ষোভ সংগঠিত করার ডাক দিয়েছিলো।
সেই আহ্বানে সাড়া দিয়ে তদানিন্তন সিপিআই(এম) কোতরং-হিন্দমোটর লোকাল কমিটি মিছিল ও বিক্ষোভ সংগঠিত করে। কোতরং বটতলার মোড়ে জিটিরোডে বিক্ষোভ চলাকালীন সিপিআই(এম) কিছুক্ষণের জন্য প্রতিকী পথ অবরোধ করে। এইসময় তৃণমূলের মদতপুষ্ট জনৈক আশিষ কুমার সান্যাল উত্তরপাড়া থানায় সিপিআই(এম) নেতা জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায়, জয়দেব চ্যাটার্জি, রজত ব্যানার্জী, মুক্তি সরকার, প্রসূন ঘোষ ও বাপ্পা সরকারের নামে টাকা ও মোবাইল ছিনতাই এবং মারধর দাঙ্গা হাঙ্গামার মিথ্যা কল্পিত অভিযোগে এফআইআর দায়ের করেন। উল্লেখ্য ঘটনাস্থলে জয়দেব চ্যাটার্জি, মুক্তি সরকার, প্রসূন ঘোষ ও বাপ্পা সরকার না থাকলেও তৃণমূলের চক্রান্তে এদেরকেও যুক্ত করে দেওয়া হয়। উত্তরপাড়া থানা সকল অভিযুক্তদের নামে মিথ্যা অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা করে। অভিযুক্তরা পরবর্তীকালে জামিন পেলেও দীর্ঘদিন ধরে এই মামলাটি চলে। উল্লেখ্য অভিযোগকারীর সাজানো সাক্ষীরা কোনদিনই কোর্টে সাক্ষী দিতে উপস্থিত হয়নি। শেষ পর্যন্ত বৃহস্পতিবার মাননীয়া বিচারপতি সমস্ত অভিযুক্তকে বেকসুর খালাস করে মামলাটি খারিজ করে দিয়েছেন। মামলায় অভিযুক্তদের পক্ষে আইনী সহায়তা করেন আইনজীবী মানস পর্বত, মৌসুমী দাস ও তাদের সহকর্মীরা।
মোহিত চক্রবর্তীঃ-
উত্তরপাড়া থানা এলাকায় একের পর এক গাছ কেটে সাফ।পুরসভার মদতে উত্তরপাড়া শহর জুড়ে চলছে বৃক্ষ নিধন,অভিযোগ স্হানীয় দের।বেআইনি গাছ কাটা পুরসভা সমর্থন করেনা,অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে দাবী উত্তরপাড়ার ভাইস চেয়ারম্যানের।
উত্তরপাড়া পুরসভার শিবতলা শ্মশানঘাট সংলগ্ন এলাকার একটি বন্ধ হয়ে যাওয়া পাথর কলের ভিতর বেশকিছু প্রাচীন গাছ কেটে ফেলা হচ্ছিল।স্থানীয় বাসিন্দাররা দেখতে পেয়ে বাধা দেয়।যে গাছ কাটছিল সেই ঠিকাদার দয়ানন্দ মিশ্রকে জিজ্ঞাসা করায় সে জানায় তাকে গাছ কাটার বরাত দেওয়া হয়েছে।কে দিয়েছে কেন দিয়েছে সে প্রশ্নের উত্তর দিতে পারেনি সে।
এলাকার বাসিন্দাররা জানান উত্তর পাড়ার বিভিন্ন জায়গায় গাছ কাটা হচ্ছে।শিবতলা ঘাটের পাশে গাছ কাটা হচ্ছিল জানতে পেরে আমরা আসি, বারণ করি। এখানে প্রমোটিং এর উদ্দেশ্য নিয়ে গাছ কাটা হচ্ছে বলে মনে হয়।
উত্তরপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান খোকন মন্ডল দায় এরিয়ে বলেন,উত্তরপাড়া শিবতলা ঘাটের কাছে কিছু বেআইনি গাছ কাটছিল বলে শুনেছি।পুরসভা গাছ কাটা সমর্থন করেনা।আমরা চাইছি পুরসভায় একটা লিখিত অভিযোগ জানাক কেউ।তাহলে আমরা তদন্ত করে ব্যবস্থা নিতে পারব।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়া তৈরী হয়েছে।।
স্থানীয় নাগরিকরা প্রতিবাদ করেন।এলাকার বহু বরিষ্ঠ নাগরিক অবসর সময়ে গঙ্গার ঘাটে সময় কাটান,প্রাত:ভ্রমণকারীরাও আসেন, তারা সকলেই এই ঘটনায় সরব হয়েছেন।।
গণতান্ত্রিক নাগরিক সমিতি র কেন্দ্রীয় কমিটি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ও কাটমানিখোর পৌর প্রশাসনের একাংশ ও এলাকার তৃণমূল কাউন্সিলরের এহেন “সিন্ডিকেটরাজ” অবিলম্বে বন্ধ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।