চিন্তন নিউজ:- প্রতিরোধটাই লেখা থাকবে ইতিহাসের পাতায়। এই লড়াই আগামী দিনের প্রেরনা৷ মানুষই ইতিহাস রচনা করবে৷ চোর,লুঠেরাদের হারিয়ে বাংলায় আবার ফিরবে লাল৷
সুব্রত দাশগুপ্তঃ-ডানলপ – বাঁশবাড়িয়া চন্দ্রহাটি এরিয়া কমিটির চন্দ্রহাটি ১ নং পঞ্চায়েতের সি পি আই এম কমরেড স্বাগতা ভৌমিক জয়ী হয়েছেন । আরও জয়ের খবর চন্দ্রহাটি থেকে । বিশিষ্ট শিক্ষিকা কমরেড সঙ্গীতা চ্যাটার্জী সি পি আই এম প্রার্থী চন্দ্রহাটি ২ নং পঞ্চায়েতের জয়ী । এছাড়াও ডানলপ বাঁশবাড়িয়া চন্দ্রহাটি এরিয়া কমিটির চন্দ্রহাটি ১ নং এর ২৩১ নং বুথে জয়ী হয়েছেন কমরেড বন্দনা ।
সৌরভ গাঙ্গুলিঃ–তারকেশ্বর ব্লকের কেশবচক গ্রাম পঞ্চায়েত সি পি আই এম এর দখলে । তৃনমূলের হাত থেকে এই পঞ্চায়েত ছিনিয়ে নিয়েছে সি পি আই এম । মোট ১৪ টা আসনের মধ্যে সি পি আই এম পেয়েছে ৮ টি আসন।
দেবারতি বাসুলীঃ- ক) হুগলী জেলার অন্তর্গত পান্ডুয়া ব্লকের অধীন রামেশ্বরপুর গোপালনগর অঞ্চলে দাবড়া গ্রামে ২টি আসনে ও রামেশ্বরপুর উঃ ১টি আসনে জয়ী হয়েছেন।
খ) হুগলী জেলার পন্ডুয়া ব্লকের অন্তর্গত খন্যান গ্রাম পঞ্চায়েতে জয়ী হল CPI(M)।
গ) চুঁচুড়া মগরা ব্লকের সপ্তগ্ৰাম গ্ৰাম পঞ্চায়েতের ৮৬ নং বুথে কমরেড হাবিবুর রহমান(ডালিম) জয়ী হয়েছেন।
ঘ)পান্ডুয়ার নামাজগ্রাম উত্তর ও দক্ষিণ
বামপন্থীরা জয়ী।
ঙ) পান্ডুয়া পাকরি দুটো বুথেই১১০ ও ৩৯
ভোটে জয়ী সি পি আই এম প্রার্থীরা ।
চ) হুগলীর নবগ্রাম পঞ্চায়েত এ সংসদে CPI(M) প্রার্থী রিনা ভৌমিক, পৌলমি রায়, প্রিয়তোষ ব্যানার্জী, রাধারানী ভট্টাচার্য, সমীর দত্ত, পাপাই ভৌমিক জয়ী।৬ টা ঘোষণা হয়েছে ৬ টা তেই সি পি আই এম।
সন্দীপ সিংহঃ-সপ্তগ্রাম পঞ্চায়েতে ডিঙ্গল হাট (বড় পাড়া) ৬৫ নম্বর বুথে সিপিআই(এম) প্রার্থী আহমেদ জিতে গেছেন।
হুগলী জেলার চুঁচুড়া-মগরা ব্লকের দেবানন্দপুর পঞ্চায়েতের ৪৮নং বুথে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী শিখা বল বিজয়ী হলেন।
রঘুনাথ ঘোষঃ-জাঙ্গিপাড়া ভোট গননা কেন্দ্র থেকে ব্লক রিটার্নিং অফিসারের সামনেই ব্যাপকভাবে সিপিআইএম এজেন্ট প্রার্থীদের মারধোর করে বের করে দেওয়া হয়েছে।গননা শুরুর সঙ্গে সঙ্গেই সিপিআইএম এর ভোট পাওয়া ব্যালট নষ্ট শুরু করে, সিপিআইএম পার্টি অফিসে ঢুকে ব্যাপক লাঠিচার্জ করে মমতা পুলিশ,যাতে ভোট লুঠে কর্মীরা বাধা দিতে না পারে।দু একজন মার খেয়েও গননা কেন্দ্রের ভিতরে থাকার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাদের উপরও চরম অত্যাচার করা হয়েছে।গননা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে পুলিশ কেন্দ্রীয় বাহিনী নীরব দর্শক।পেটোয়া ভোট গননা দলদাস বাহিনী আগেই তৃনমূল নেতারা তৈরি করে রেখেছিল এই গননা কেন্দ্রে ভোট লুঠ করে জনগনের রায়কে উল্টে দেবে বলে।
জগন্নাথ ঘোষঃ-দিগসুই ২৫৮ ও ২৫৯ নং বুথে বামফ্রণ্ট এর ফঃ বঃ প্রার্থীরা যথাক্রমে ৫৬ ও ১৫৪ ভোটে জয়লাভ করেছে। বিশেষে উল্লেখ এই যে , ২১ এর বিধানসভায় ২৫৯ বুথে ১১০ ভোট পেয়েছিলাম। ৮৩৮ ভোট পড়া বুথে ১৫৪ ভোটে সরাসরি বি জে পি র বিরুদ্ধে লড়াই খুবই কঠিন ছিল। তৃণমূল প্রার্থী ছিলনা।
১৫ বছর পর ২ টি বুথ পুনরুদ্ধার হোলো দিগসুই -হোয়েড়া গ্রাঃ পঞ্চায়েতে।