দেবারতি বাসুলীঃ-চিন্তন নিউজ:-১৩/০২/২০২৩:– গতকাল১২/০২/২০২৩ রবিবার দর্শক পরিপূর্ণ মুক্ত মঞ্চে পরে মূল মঞ্চে সূচনা হলো ছয়দিন ব্যাপী কলাবীথিকা হুগলির আয়োজনে হুগলি সাহিত্য ও সংস্কৃতি উৎসব ২০২৩। প্রথমে মুক্তমঞ্চে রামমোহনকে নিয়ে আলোচনা গান নাচ নিয়ে সুন্দর অনুষ্ঠান হলো। রামমোহনের জন্মভূমি রাধানগর থেকে এসেছিলেন কলাকুশলীবৃন্দ। ডঃ নারায়ণ চন্দ্র ঘোষ তাঁর উদ্বোধনী ভাষণে সকলকে মুগ্ধ করলেন। তারপর রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করে মূল মঞ্চে প্রবেশ করলেন। এখানে বৈতালিক পত্রিকার ২য় বর্ষ। ২য় সংখ্যা ৩১ ডিসেম্বর ২০২২ প্রকাশিত হল। এই পত্রিকার মূল বিষয় ছিল, “আবোল তাবোলের একশ বছর”। এরপর ১৯ অনুর্ধ মহিলা ক্রিকেট বিশ্বজয়ী দলের অন্যতম কান্ডারী তিতাস সাধুকে সম্ম্মাননা দেওয়া হল কলবীথিকা থেকে। এরপর ৩০ জন ছাত্র ছাত্রীকে মেধাবৃত্তি প্রদান করা হল। তারপর সুকুমার রায়ের জীবন অবলম্বনে নাচ গান হল। ছোট ছোট ছেলে মেয়েরা এত সুন্দর আবৃত্তি, নাচ গান করল যে দর্শকদের মন প্রাণ ভরে গেল। ঐটুকু বাচ্চাদের দক্ষতা দেখে মুগ্ধ হয়ে গেলেন উপস্থিত সবাই। কলাবীথিকার এই প্রয়াস চিরস্থায়ী ছাপ রেখে গেল।
কলাবীথিকা হুগলীর আয়োজনে ছয়দিন ব্যাপী হুগলী সাহিত্য ও সংস্কৃতি উৎসব শুরু হলো চুচুঁড়া রবীন্দ্রভবনে। মুক্তমঞ্চে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন রাধানগর পল্লী সমিতি।মুক্তমঞ্চের সামনে ঋষি অরবিন্দ, রাজা রামমোহন রায়, ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক সম্পদ বিষয়ক প্রদর্শনীর আয়োজন করা হয়। এই প্রদর্শনীর দ্বারোদঘাটন করেন অধ্যাপক নারায়ণ ঘোষ।
নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পান্ডুয়া চক্রের পক্ষ থেকে আগামী ১৭ই ফেব্রুয়ারি ১২ই জুলাই কমিটির আহ্বান বিধানসভা অভিযান এবং রাজ্যপাল কে স্মারকলিপি প্রদানের যে কর্মসূচি গ্রহণ করেছে তার প্রচার কর্মসূচি হিসেবে আজ পান্ডুয়া এস.আই অফিস এবং বিডিও অফিসে আগত শিক্ষক-শিক্ষিকাদের লিফলেট বিতরণ করা হলো এবং পোস্টারিং করা হলো।উপস্থিত ছিলেন হুগলী জেলা সহ-সম্পাদক জয়দেব ঘোষ,জেলা কমিটির সদস্যা দেবারতি বাসুলী,চক্র সম্পাদক শান্তনু ব্যানার্জি,চক্র সহ-সভাপতি নন্দন দাস,পরিষদ সদস্য আরিফুল ইসলাম সহ চক্রের সদস্যরা ।
আজ ডানকুনি রেলইয়ার্ডে অনুষ্ঠিত সিপিআইএম এর সভা।
১২ই জুলাই কমিটির উদ্যোগে হুগলি জেলা জুড়ে আগামী ১৭ তারিখের বিধানসভা অভিযান এবং রাজ্যপালকে স্মারকলিপি প্রদান কর্মসূচির প্রচার স্বরুপ আজ চুঁচুড়া স্টেশনের সামনে পথসভা অনুষ্ঠিত হচ্ছে। উপস্থিত আছেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হুগলি জেলা সম্পাদক কমল মল্লিক, সহ-সম্পাদক জয়দেব ঘোষ, জেলা কমিটির দেবারতি বাসুলী, সৌমি ভট্টাচার্য সহ ১২ ই জুলাই কমিটির নেতৃত্ব। সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন জেলা সম্পাদক কমল মল্লিক।