জেলা

হুগলি বার্তাঃ –


শুভদীপ দে–আজ 5 ই ফেব্রুয়ারী 24 নং ওয়ার্ড কমিটির উদ্যোগে এলাকার মহিলা এবং যুবদের উদ্যোগে এলাকায় একটি অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এলাকার সকল স্তরের মানুষ এই অনুষ্ঠানে আন্তরিক ভাবে যোগ দেন। বিভিন্ন এলাকা থেকে প্রায় 50 জন প্রতিযোগী যোগ দেন। এই অনুঠানে উপস্থিত ছিলেন পুর সদস্য অশোকে গাঙ্গুলি, অভিজিৎ সেন, নাগরিক কমিটির পক্ষে বিশ্বনাথ ব্যানার্জী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রতিযোগিতার শেষে প্রতিযোগীদের সামান্য জলযোগের ব্যবস্থা ছিলো। 24 নং ওয়ার্ড কমিটির পক্ষে পার্থ সখা ভট্টাচার্য জানান অনুষ্ঠান সফল ভাবে শেষ হয়েছে, আগামী বৈশাখ মাসের কোনো এক দিনে প্রতিযোগীদের ডেকে একটি মনজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে।

পার্থ চ্যাটার্জীঃ-ভারতের কমিউনিস্ট পার্টি (মাঃ) চন্দননগর উত্তর দক্ষিণ এরিয়া কমিটির ১নং শাখার উদ্যোগে শাখা এলাকায় বিভিন্ন স্থানে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের জনবিরোধী নীতি, দ্রব্য মূল্য বৃদ্ধি, রাজ্যের অভ্যন্তরে বিভিন্ন ক্ষেত্রে লুঠতরাজের বিরুদ্ধে পথসভা ও প্রচার করা হয়। পথসভা গুলিতে বক্তব্য রাখেন কমরেড জয়ন্ত চট্টোপাধ্যায়, কমরেড চিন্ময় বিশ্বাস ও কমরেড পার্থ চট্টোপাধ্যায়।

আজ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন চন্দননগর ১নং ওয়ার্ড কমিটির আহ্বানে বিষহরি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল অঙ্কন প্রতিযোগিতা। তিনটি বিভাগে ভাগ করে প্রতিযোগিতা হয়। প্রায় ১২০ জন ছোট ছোট ছেলে মেয়ে এতে অংশগ্রহণ করেছে। বহু মানুষের উপস্থিতিতে প্রতিযোগিতা অত্যন্ত সাফল্যের সাথে সমাপ্ত হয়েছে।

আজ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন চন্দননগর ১নং ওয়ার্ড কমিটির আহ্বানে হরিদ্রাডাঙ্গা গড়ের ধারে প্রগতি সাংস্কৃতি পরিষদের গৃহে অনুষ্ঠিত হয়ে গেল অঙ্কন প্রতিযোগিতা। ৩ টি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৪৭ জন ছোটো ছোটো ছেলে মেয়ে এতে অংশগ্রহণ করে। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জয়ন্ত চট্টোপাধ্যায়, অনিল অধিকারী ও মৃত্যুঞ্জয় রায়চৌধুরী। যুব কর্মী, এলাকার মানুষ জন এবং অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে।

দেবারতি বাসুলীঃ-অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতে ঘরে ফিরেছেন বাংলা তথা চুঁচুড়ার গর্ব তিতাস সাধু। ইতিহাস তৈরি করেছে ভারতের অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট দল। আজ সেই তিতাস কেই চুঁচুড়া মহসিন কলেজের সামনে সংবর্ধনা জানানো হয় SFI DYFI AIDWA CITU চুঁচুড়ার পক্ষ থেকে।

জয়দেব ঘোষঃ- গতকাল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হুগলি জেলার পান্ডুয়া জোনাল কমিটির 13 তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো পান্ডুয়া এরিয়া কমিটির অফিসে। সম্মেলনের উদ্বোধন করেন জেলা কমিটির নেতৃত্ব অরূপ কুমার দত্ত। জোনাল সভাপতি করণ মুরমু ও সহ-সভাপতি আমজাদ হোসেনকে নিয়ে গঠিত সভাপতি মণ্ডলী সভা পরিচালনা করেন, জোনাল সম্পাদক শুভেন্দু মাঝি প্রতিবেদন পেশ করেন, জোনাল কোষাধ্যক্ষ কল্যাণ ব্যানার্জি হিসেব পেশ করেন।মোট পাঁচজন প্রতিবেদনের উপর আলোচনা করেন। বার্ষিক সাধারণ সভার সাফল্য কামনা করে বক্তব্য রাখেন জেলা সহ সম্পাদক জয়দেব ঘোষ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।