চিন্তন নিউজ:- জয়দেব ঘোষঃ-আজ পাণ্ডুয়া এরিয়া কমিটির উদ্যোগে বামফ্রন্টগত ভাবে দেশপ্রেম দিবসে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালের সামনে নেতাজীর মূর্তিতে মাল্যদান করা হয় ও তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। পশ্চিমবঙ্গ গনতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘ আরামবাগ প্রস্তুতি কমিটি র উদ্দোগে ২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬তম জন্মদিবসে দেশপ্রেম দিবস নানান কর্মসূচির মাধ্যমে পালন করা হয়।
সকাল ৯ টায় আরামবাগ নেতাজি স্কোয়ারে সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বিকাল ৩টায় আরামবাগ রাজা রামমোহন হলে শিশু থেকে সাধারণ দের জন্য চারটি গ্রুপে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকাল ৫টায় রামমোহন হলে ‘নেতাজি র ভারত ভাবনা’ এই বিষয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের হুগলি জেলা সম্পাদক অধ্যাপক সুব্রত চট্টোপাধ্যায়। এরপর ‘ নেতাজি র ভারত ভাবনা’ বিষয়ে মনোজ্ঞ আলোচনা করেন অধ্যাপক গোপাল চন্দ্র সিনহা এবং অধ্যাপক সেখ লতিফ উদ্দিন। এরপর সা্্স্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। রামমোহন হল ছিল শ্রোতা য় ভর্তি ছিল। এসবের মধ্য দিয়ে ই দেশপ্রেম দিবস পালন করে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং আলোচনা য় বক্তাগন আজকের পরিস্থিতি তে যখন দেশে এবং রাজ্যে গনতন্ত্র লুন্ঠিত হচ্ছে, দেশের মধ্যে সাম্প্রদায়িক বিভাজন করা হচ্ছে, দেশের সার্বভৌমত্ব বিপদের সম্মুখীন তখন নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ কে আরও আত্মস্থ করে দেশের গনতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার শপথ নেওয়ার আহ্বান জানান।
রিষড়া এরিয়া কমিটির উদ্যোগে রিষড়া পঞ্চায়েত এলাকায় জাঠা মিছিল, শতাধিক মানুষের উপস্থিতি তে মীরপুর, ভাদুয়া গ্রাম এলাকায় এই মিছিল হয় , উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য কমরেড আভাস গোস্বামী, শিপ্রা সেনগুপ্ত ও সুদীপ সাহা।
দেবারতি বাসুলীঃ-ABPTA হুগলী জেলা র ১৬ তম বার্ষিক সাধারণ সভা উপলক্ষ্যে পুরশুরা তে চলছে দেওয়াল লিখন।
নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হুগলী জেলার হরিপাল জোনাল কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো গতকাল। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক কমল মল্লিক,জেলার প্রাক্তন সম্পাদক, সভাপতি ও সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য নরেন দে ,জেলা সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য গোপাল দাস সহ নেতৃত্ব। উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা ও ন্যাশানাল কমিটি ফর সলিডারিটি উইথ কিউবার উদ্যোগে ভারতে এসেছেন বিপ্লবী চে গুয়েভারার কন্যা ডাঃ অ্যালাইদা গুয়েভারা ও নাতনি এস্তেফানিয়া গুয়েভারা।গতকাল (21/1/23) সকালে তাঁর এসেছিলেন হুগলী জেলার উত্তরপাড়ায়।বালিখাল থেকে তাঁদের সঙ্গে নিয়ে হুগলী জেলা ABTA সহ বিভিন্ন সংগঠনের এক সুসজ্জিত মিছিল এগিয়ে যায় উত্তরপাড়া গণভবনের উদ্দেশ্যে। সেখানে তাঁদের জন্য এক গণ সংবর্ধনার আয়োজন করা হয়েছিল।
নিখিল বঙ্গ শিক্ষক সমিতি চন্দননগর আঞ্চলিক শাখার উদ্যোগে ২৩তম আন্তঃ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল ২১/০১/২০২৩ তারিখ; চন্দননগর বৌবাজার সেন্ট্রাল ক্লাব গ্রাউন্ডে। প্রতিযোগিতার উদ্বোধন করেন সংগঠনের জেলা শাখার সম্পাদক প্রিয়রঞ্জন ঘটক।সারাদিন ৪টি বিভাগে প্রায় ৬৫০ জন প্রতিযোগী ৩২টা ইভেন্টে অংশগ্রহণ করে। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিখ্যাত প্রাক্তন কবাডি খেলোয়াড় বিশ্বনাথ চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সহ সম্পাদিকা রসিদা খাতুন, জেলার তিন সহ-সভাপতি গৌতম সরকার , আশিস দত্ত ও সুদীপ তরফদার,সহ সম্পাদিকা লিপিকা মোদক সহ চন্দননগর আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ ও সদস্যগণ।