জেলা

হুগলি বার্তাঃ –


চিন্তন নিউজঃ-২৩/১২/২০২২:- জয়দেব ঘোষঃ-হুগলী চুঁচুড়া বইমেলার সাংস্কৃতিক প্রতিযোগিতায় আবৃত্তি বিভাগের বিচারকের দায়িত্ব পালন করার সুবাদে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডাক পড়েছিল সহকর্মী,সহযোদ্ধা ও হুগলি মিডিয়া টীমের সদস্যা কমরেড দেবারতি বাসুলীর। ১৮ তারিখ মেলার শেষদিনের অনুষ্ঠানে সেই দায়িত্ব যত্ন সহকারে পালন করলেন দেবারতী বাসুলী।

নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হুগলি জেলার গোঘাট জোনাল কমিটির অষ্টম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো কিশোরী মোহন ভবনে (কালিপুর) আজ। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক তথা কেন্দ্রীয় কমিটির সদস্য কমল মল্লিক, জেলা সভাপতি তথা কেন্দ্রীয় কমিটির সদস্য মানসরঞ্জন ভঞ্জ, জেলা সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য তথা কেন্দ্রীয় পরিষদ সদস্য অলোক সামন্ত প্রাক্তন জেলা সভাপতি, সম্পাদক নরেন দে। উদ্বোধন করেন জেলা সম্পাদক কমল মল্লিক। সম্মেলনের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন নরেন দে ও মানস রঞ্জন ভঞ্জ। সাধারণ সভা নিয়ে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে উদ্দীপনা চোখে পড়ার মতো।

শঙ্খশুভ্র চক্রবর্তীঃ-শাসকদল পরিচালিত পঞ্চায়েতের আবাস দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ পার্টির মগরা-দিগসুই-সপ্তগ্ৰাম এরিয়া কমিটির উদ্যোগে মগরা বিডিও অফিসে বিডিও ম্যাডামের কাছে ডেপুটেশন দেওয়া হলো।

যারা প্রকৃত আবাস যোজনা পাওয়ার যোগ্য তাদেরই আবাস যোজনার আওতায় নিয়ে আসতে হবে। দুর্নীতি বন্ধ করতে হবে।

সুদীপ্ত সরকারঃ-আবাস যোজনায় ব্যপক দূর্নীতি ও স্বজন পোষণের প্রতিবাদে,
প্রকৃত প্রাপকদের নাম নথিভুক্ত করার দাবীতে,
চূড়ান্ত প্রাপকদের তালিকা সংসদ এলাকার প্রকাশ্য স্হানে টাঙ্গানোর দাবীতে আজ জাঙ্গীপাড়া এরিয়া কমিটির আহ্বানে বি ডি ও অফিসে ডেপুটেশন দেওয়া হল। সুদীপ্ত সরকার, সুদীপ্ত ঘোষ, হরপ্রসাদ সিংহরায়, কাশীনাথ হাজরা, রাজকুমার ঘোষ ৫জনের প্রতিনিধিদল স্মারকলিপি প্রদান করেন। ডেপুটেশন শেষে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন হরপ্রসাদ সিংহরায়। বক্তব্য রাখেন ফারুক আহমেদ লস্কর,সুদীপ্ত সরকার, তপন রায়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।