চিন্তন নিউজঃ-০৬/১১/২০২২:- সৌরভ গাঙ্গুলিঃ–পঞ্চায়েতে কত পেলে কত খেলে, হিসাব চাই হিসাব দাও; লুঠের টাকা ফেরত দাও-১০০ দিনের কাজ দাও; চাকরি চোরদের শাস্তি চাই- যোগ্য প্রার্থীদের চাকরি চাই; শোষক পোকায় ক্ষতিগ্রস্ত ধানচাষীদের বীমা দিতে হবে; ২৮০০ টাকা কুইন্টাল দরে চাষীর কাছ থেকে ধান কিনতে হবে; সারের কালোবাজারি বন্ধ করে আলুচাষের মরসুমে পর্যাপ্ত রাসায়নিক সার সরবরাহ করতে হবে ইত্যাদি দাবি নিয়ে তালপুর অঞ্চলের ৮ টি বুথে প্রায় সাড়ে সাত কিমি পদযাত্রা সফল হলো।
পঞ্চায়েতে কত পেলে কত খেলে?
হিসাব চাই হিসাব দাও, লুঠের টাকা ফেরত দাও।
১০০ দিনের কাজ দাও, বকেয়া টাকা ফেরৎ দাও,
চাকরি চোরদের শাস্তি চাই, যোগ্য প্রার্থীদের চাকরি চাই।
শোষক পোকায় ক্ষতিগ্রস্ত ধানচাষীদের বীমা দিতে হবে; ২৮০০ টাকা কুইন্টাল দরে চাষীর কাছ থেকে ধান কিনতে হবে; সারের কালোবাজারি বন্ধ করে আলুচাষের মরসুমে পর্যাপ্ত রাসায়নিক সার ও বীজ সরবরাহ করতে হবে ইত্যাদি দাবি নিয়ে আজ তারকেশ্বরের সন্তোষপুর অঞ্চলের বিভিন্ন গ্রামে দীর্ঘ পদযাত্রা সফল হলো।
সন্দীপ সিংহঃ-মগরা দিগসুই সপ্তগ্রাম এলাকার গণসংগঠনগুলোর উদ্যোগে আজ নাকশা মোড় থেকে হোয়রা পর্যন্ত পদযাত্রা সংগঠিত হলো।
গ্রাম জাগাও, চোর তাড়াও, বাংলা বাঁচাও—
আজ মগরা ব্লকের চন্দ্রাহাটি-২ গ্রামপঞ্চায়েতের বেনিপুর গ্রাম থেকে শুরু হয়ে-অমলনাগর, টিস্যু, দিঘিরপার, চাষিপাড়া, চন্দ্রাহাটি বাজার, দিলীপ স্কুল সহ একাধিক গ্রাম পরিক্রমা করে , গ্রামের বুথে বুথে পদযাত্রা এসে টিস্যু সিটু অফিসে শেষ হয়।
সোমনাথ ঘোষঃ-পঞ্চায়েতে কত পেলে ??
আর কত খেলে ? হিসাব চাই, হিসাব দাও…
ধনিয়াখালির গুড়বাড়ি – ২য়ের পদযাত্রা শুরু হয় বৈদ্যপুর থেকে রাঘবিন্দবাটি ,সোমষপুর ২ জিপির হাজিপুর,গুড়বাড়ির ২য়ের হৃদয় রামপুর,কাটগোড়া , মৌবেশিয়া, গুড়বাড়ির ১ কের খানপুর গ্রাম ও বাজার হয়ে খানপুর জৌগ্রাম মোড়…
পদযাত্রা চলছে।
গ্রাম জাগাও,
চোর তাড়াও
বাংলা বাঁচাও এই কর্মসূচিতে,
পঞ্চায়েতে কত পেলে
কত খেলে হিসাব দাও,
এই দাবীতে শিয়াখালায় পদযাত্রা ।
৫ জায়গায় বক্তব্য রাখেন কমরেড সোমনাথ ঘোষ ।
আব্দুল মাজিদঃ-আজ ৬- ১১- ২০২২ দাদপুর থানা এলাকায় হারিট অঞ্চলে পদযাত্রা হয় । হারিট বাজার থেকে শুরু হয় প্রেমনগর হয়ে জেটে শেষ হয়। ১০ কিলোমিটার হাঁটা হয়। বিভিন্ন দাবি-দাওয়া ও এলাকার পাকা রাস্তা সারানো হচ্ছে না কেন। ১০০ দিনের কাজ পঞ্চায়েত এলাকায় হচ্ছে না কেন ২০০ টাকা মজুরি ৬০০ টাকা করতে হবে। সারের ভর্তুকি দিতে হবে। কালোবাজারি বন্ধ করতে হবে। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন হুগলি জেলা কৃষক সভা সম্পাদক মন্ডলী সদস্য কমরেড মাজিদ মন্ডল খেত মজুর ইউনিয়নের জেলা কমিটির সদস্য কমরেড সৌমেন্দ্রনাথ ঘোষ থানা কৃষক সভা সম্পাদক কমরেড মহম্মদ মাহফু জ থানা কৃষকের সভাপতি মুজিদ মন্ডল কমরেড নাসির উদ্দিন হালদার কমরেড গুপিনাথ ঘোষ কমরেড আব্দুল কালাম কমরেড অভয় সিংহ রায় কমরেড প্রশান্ত দাস কমরেড আরতি সরেন কমরেড দিপালী মাঝি। কমরে ড নিখিল মালিক কমরেড ফারুক শাহারিয়া কমরেড শীতলচালক কমরেড কেষ্ট মুর্মু কমরেড সঞ্জয় পাত্র যুব নেতা কমরেড অনিমেষ মালিক কমরে ড পিন্টু সাঁতরা এলাকায় মানুষের সারা খুবই ভালো।
সুদীপ্ত সরকারঃ- “কত পেলে কত খেলে” —- হিসাব চাই হিসাব দাও।কোতলপুর অঞ্চল গণসংগঠন সমূহের পদযাত্রা।আজ সকাল ১০টায় হরিরামপুর থেকে শুরু করে ৯টি বুথ ও প্রায় ৭ কি মি পথ অতিক্রম করে দুপুর ১টায় সুবলপুরে শেষ হয়। পদযাত্রার সূচনা করেন সারা ভারত কৃষক সমিতির হুগলী জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড পবিত্র সিংহরায়। পদযাত্রার মাঝে পথসভায় বক্তব্য রাখেন কমরেড তপন রায়। উপস্থিত ছিলেন কমরেড সুদীপ্ত সরকার গণেশপাল, মুন্সীআব্দুসসাত্তার, অজিতঘোষ, জগন্নাথ কুণ্ড, গোবিন্দ মাজি, দুলাল পাকড়ে সহ গণসংগঠনসমূহের নেতৃত্ববৃন্দ। লাল ঝাণ্ডায় মোড়া, মানুষের জীবন জীবিকার সমস্যা নিয়ে শ্লোগানে মুখরিত সুসজ্জিত পদযাত্রা ঘিরে মানুষের আগ্রহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মত।