জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজঃ-অনন্ত সাঁতরাঃ- মগরা হোয়েড়াগ্রামে অবস্থিত ইন্ডিয়া ফয়েলস কারখানা সম্প্রতি নিলামে বিক্রি হতে চলেছে।এই কারখানার দুটি ইউনিট এর একটি উঃ ২৪ পরগনা আর দ্বিতীয় টি মগরার হোয়াড়াতে। এই ইন্ডিয়া ফয়েলস কারখানায় খুবই উন্নত মানের আ্যালুমনিয়াম ফয়েল উৎপাদন হয়।এই ফয়েল বিভিন্ন জীবনদায়ী ওষুধ , শিশুখাদ্য আরও নানা দরকারি জিনিসপত্র এর মোড়কের কাজে ব্যবহৃত হয়।এই কারখানায় কাজ করেন যে সব কর্মচারী কাজ করেন তাঁদের অনেকেই দীর্ঘদিন ধরে বেতন পান না ফলে তাঁদের জীবন জীবিকা নির্বাহ করা একরকম দুষ্কর হয়ে উঠেছে।২০২০ সালে কারখানা টি এন সি এল টির অধীনে চলে যায়। আর তারপরেই কারখানা র বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। কারখানার বহুমূল্য যন্ত্রাংশ পাচার হতে থাকে। হোয়েড়া কারখানা র ২৫৩ জন স্থায়ী শ্রমিক এবং সিকিউরিটি সহ ঠিকা শ্রমিক দের বেতন প্রায় ১৮ কোটি টাকা পাওনা রয়েছে। হোয়েড়া কারখানা র শ্রমিক দের দাবী তাঁদের বকেয়া পাওনা মিটিয়ে অবিলম্বে কারখানা চালু করতে হবে। সিআইটিইউ নেতা ও সম্পাদক কমঃ তরুন ঘোষ জানান এই লাভজনক কারখানা টি বাঁচাতে শ্রমিক রা এক অসম লড়াই চালিয়ে যাচ্ছে। রবিবার এই কারখানা খোলার জন্য এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

জয়দেব ঘোষঃ-নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হুগলী জেলার সদর পশ্চিম চক্রের ৪৪তম সম্মেলন আজ বালিকুখারী প্রাথমিকে অনুষ্ঠিত হচ্ছে।উদ্বোধন করেন জেলা সহ সভাপতি ও হুগলী জেলার সাংস্কৃতিক শাখা “তুর্য” যুগ্ম আহ্বায়ক সন্দীপ রায়।উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি তথা জোনাল সম্পাদক হবিবুর রহমান, জেলার প্রাক্তন সভাপতি,সম্পাদক নরেন দে,জেলা সহ সম্পাদক ও কেন্দ্রীয় সোশ্যাল মিডিয়া টিমের যুগ্ম আহ্বায়ক জয়দেব ঘোষ।সবুজ মুখার্জি,বিদ্যুৎ সরকার,নবকুমার হাড়া নিয়ে সভাপতিমন্ডলী সভা পরিচালনা করেন। প্রতিবেদন পেশ করেন সদর পশ্চিম চক্র এর বিদায়ী সম্পাদক তারক চন্দ্র ধারা।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।