চিন্তন নিউজ:৬ই নভেম্বর:- জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায়:-কোতরং:-কোতরং বটতলা জি টি রোডে ২৬ নভেম্বর, ২০২০ সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে দেওয়াল লিখন করছেন সি পি আই (এম) কোতরং ৫ নম্বর ওয়ার্ডের পার্টি কর্মীরা।
রাজ:-লোকাল ট্রেন চলাচল স্বাভাবিক করার দাবীতে স্টেশনমাষ্টার কে ডেপুটেশন দেওয়া ও ২৬ শে নভেম্বর দেশব্যাপী ধর্মঘট কে সামনে রেখে এক পথসভা।।। ৩)মুক্ত করো ভয়:- কোন্নগর এরিয়ার কানাইপুর নবগ্রাম এলাকায় দেওয়াল লিখন ।
জয়দেব ঘোষ:- পান্ডুয়া:-কোন্নগরের কানাইপুর নবগ্রাম এলাকায় দেওয়াল লিখন।।
জয়দেব ঘোষ:- পান্ডুয়া:-মহান নভেম্বর বিপ্লব জিন্দাবাদ….সেজে উঠেছে CPI(M) হুগলী জেলা পার্টি দপ্তর…..
জয়দেব ঘোষ:- পান্ডুয়া:-সাধারণ ধর্মঘটের সমর্থনে পাণ্ডুয়া জুড়ে দেওয়াল লিখন।উপস্থিত এলাকার বিধায়ক ও এরিয়া কমিটির সম্পাদক আমজাদ হোসেন,যুব জেলা সম্পাদকমন্ডলীর সদস্য ও লোকাল সভাপতি অভিষেক ঘোষ,সম্পাদক শিবু ঘোষ সহ নেতৃবৃন্দ ও কর্মী সমর্থক।
জয়দেব ঘোষ:- পান্ডুয়া:-২৬ শে নভেম্বর ধর্মঘটের সমর্থনে কুন্তীঘাট লক্ষ্মীবাজারে আজকে সভার কিছু অংশ।
জয়দেব ঘোষ:- পান্ডুয়া:-কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও বামপন্থী গণসংগঠন গুলোর ডাকে আগামী ২৬শে নভেম্বর’২০ এর সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে আজ নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির (ABPTA) হুগলী জেলার পাণ্ডুয়া চক্রের উদ্যোগে দেওয়াল লিখন। অবিলম্বে শিক্ষা বিরোধী নয়া জাতীয় শিক্ষানীতি’২০ বাতিল করতে হবে এই দাবিতে প্রাথমিক শিক্ষক সমাজ আজ পথে। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য জয়দেব ঘোষ,পাণ্ডুয়া চক্রের সভাপতি আব্দুর রহিম সহ পাণ্ডুয়ার শিক্ষক বৃন্দ।
সোমনাথ ঘোষ:- শ্রীরামপুর:-আগামী কাল ৭ই নভেম্বর এর জন্য বুথে বুথে প্রস্তুতি। চন্ডীতলা ১ এরিয়া কমিটির জঙ্গলপাড়া এলাকায়।