নিউজডেস্ক, চিন্তন নিউজ, ১৬ এপ্রিল: করোনা মোকাবিলায় দেশ জুড়ে চলছে লক ডাউন। বেশির ভাগ মানুষ কর্মহীন। রোজগার না থাকায় অনেক মানুষকেই অর্ধাহারে বা অনাহারে দিন কাটাতে হচ্ছে। দেশের বেশির ভাগ মানুষই সরকারি সাহায্য থেকে বঞ্চিত। এরই মধ্যে আজ দুর্গাপুর ইস্পাতের বামপন্থী শ্রমিক সংগঠন হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন ইস্পাত নগরীতে ত্রাণ সামগ্রী বিলি করেন।
ইউনিয়নের পক্ষ থেকে পরিবার পিছু ৪ কেজি চাল, ৭৫০ গ্রাম ডাল, ২ কেজি আলু, ৭৫০ গ্রাম পিঁয়াজ, ৪০০ গ্রাম সোয়াবিন এবং একটি করে সাবান ও মাস্ক দেওয়া হয়। ইস্পাত নগরীর বি-জোন অঞ্চলে হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের অফিস থেকে আজ প্রায় পাঁচশত পরিবারের হাতে তুলে দেওয়া হয় এই ত্রাণ সামগ্রী। সকাল সাতটা থেকে শুরু করে এই ত্রাণ বিলির কাজ চলে দুপুর পর্যন্ত।
ইউনিয়নের পক্ষ থেকে প্রাথমিক ভাবে তিনশত পরিবারকে ত্রাণ সামগ্রী দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। সেইমত বিভিন্ন এলাকায় দুর্গত মানুষজনের কাছে ইউনিয়নের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হয় কুপন। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়তে থাকে এই ত্রাণ বিলির খবর। বাড়তে থাকে ত্রাণ শিবিরে আগত মানুষের সংখ্যা। পরিস্থিতি আন্দাজ করে অতি দ্রুততার সাথে অধিক ত্রাণের আয়োজন করে উদ্যোক্তারা। শেষ পর্যন্ত সংখ্যাটা পৌঁছায় পাঁচশোর কাছাকাছি।