জেলা

আজকের হুগলি জেলার সংবাদ-


চিন্তন নিউজ:২১শে অক্টোবর:- জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায়:- -উত্তরপাড়া-কোতরং গণতান্ত্রিক নাগরিক সমিতির ১৮ নং ওয়ার্ড কমিটির উদ্যোগে আজ (২১শে অক্টোবর) সন্ধ্যা ৬.৩০টায় ওয়ার্ডের প্রান্তিক মানুষদের (প্রায় ২০০ জন) শাড়ী ও লুঙ্গী বিতরন করা হয়। উপস্হিত ছিলেন নাগরিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি দেবীপ্রসাদ বসুরায়, সম্পাদক সলিল দত্ত ও প্রাক্তন সাংসদ শান্তশ্রী চ্যাটার্জী সহ ওয়ার্ডের নেতৃত্ব। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড কমিটির সভাপতি অসিত রায়।

হীরালাল সিং:-মানকুন্ডু:-মজদুর বিরোধী নয়া শ্রম আইন বাতিলের দাবিতে আগামী ২৬শে নভেম্বর সারা ভারত বন্ধ সফল করার দাবীতে আজকে মানকুন্ডু স্টেশনের সামনে পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার্স ইউনিয়ন ও সিআইটিইউ এর পক্ষ থেকে পথসভা ও কর্মসূচি…

চৈতালি নন্দী:- চন্দননগর:-কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নয়া শ্রম আইন বাতিলের দাবিতে আগামী ২৬ শে নভেম্বর সারা ভারত বন্ধ সফল করার লক্ষ‍্যে আজকে মানকুন্ডু স্টেশনের সামনে পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার্স ইউনিয়ন ও সিআইটিইউ এর পক্ষে একটি পথসভা সংগঠিত হয়। এই সভায় বক্তব্য রাখেন মলয় সরকার, হীরালাল সিংহ,গৌতম সরকার ও অংশুমান ঘোষ।

বাবাই:-মাখলা:- সিআইটিইউ উত্তরপাড়া মাখলা এরিয়া কমিটি র উদ্যোগে শারদ উৎসবের প্রাক্কালে রিকশা, অটো, টোটো, নির্মাণ শ্রমিকদের কিছু উপহার দেওয়া হোলো !!

শান্তনু দত্ত:- চুঁচুড়া:- আজ হুগলি- চুঁচুড়া পৌরসভার ৭ নং ও ৮নং ওয়ার্ডের বর্ডারে অবস্থিত রাস্তাটি সাফাই অভিযান চলছে।।।

সায়ঙ্ক মন্ডল:—আরামবাগে:- -আজ আরামবাগ নেতাজী স্কোয়ারে জাতীয় শিক্ষা নীতি বাতিলের দাবিতে রাইট টু এডুকেশন ফোরামের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ.
সভার সভাপতি মণ্ডলীতে ছিলেন এ বি পি টি এ হুগলী জেলার সভাপতি -মানস রঞ্জন ভঞ্জ.এ বি টি এ আরামবাগ মহকুমার সহসভাপতি-নব কুমার পাত্র এবং ১২ জুলাই কমিটির মহকুমা আহ্বায়ক -কেনারাম সোম- সভা শুরুর উপস্থাপনা করেন মানস রঞ্জন ভঞ্জ.বক্তব্য রাখেন-এ বি টি এ মহকুমা সম্পাদক অসিত মালিক,জেলা এ বি পি এ নেতা রামপ্রসাদ হালদার,এ বি পি টি এ জেলা সম্পাদক মণ্ডলির সদস্য আশিস চক্রবর্তী,এ বি টি এ জেলা সম্পাদক গৌতম সরকার।

জয়দেব ঘোষ:- পান্ডুয়া:-নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষা সমাচার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সমাচার এর শারদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠান ।উদ্বোধন করলেন অধ্যাপক অঞ্জন বেরা।

জয়দেব ঘোষ:- পান্ডুয়া:- করোনা তহবিলে এক লক্ষ টাকা অনুদান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহনদাস পন্ডিত ও অধ্যাপক অঞ্জন বেরার হাতে তুলে দিলেন হুগলী জেলা সম্পাদক কমল মল্লিক।

আবীর মুখোপাধ্যায়:-ইটাচুনা:- আজীবন বামপন্থী প্রাক্তন পার্টি সদস্য ও বেলুন ধামাসীন অঞ্চলের গ্ৰাম পঞ্চায়েত সদস‍্য কমরেড হরেন্দ্রনাথ খাঁ আজ সকালে প্রয়াত হয়েছেন। ইটাচূনা এরিয়া কমিটির পক্ষ থেকে গভীর শোক ষপ্রকাশ করে তাকে শ্রদ্ধা জানিয়েছেন ।

দেবু ঘোষ:- চুঁচুড়া:-চন্দননগর কর্পোরেশন এর প্রাক্তন কাউন্সিলর কমঃ স্নেহাংশু বিশ্বাস ( কানু দা) করোনা আক্রান্ত হয়ে গতকাল রাতে চলে গেলেন না ফেরার দেশে।।

সোমনাথ ঘোষ:- শ্রীরামপুর:- গত ১৯৷১০৷২০ তাংএ খানাকুল এক নম্বর ব্লক কৃষক সমিতির অধীন ঠাকুরানীচক অঞ্চল কৃষক সমিতির ১৮ তম সম্মেলন অনুষ্ঠিত হল “কাছরা মোড়ে “।ঐ মোড় ছিল তৃণমূলের সন্ত্রাসের আঁতুড় ঘর ।আমাদের কৃষক সমিতির অফিস তৃণমূল কংগ্রেস দখল করে নেয় ।২০১৯ এর পর বি জে পি ঐ অফিস তৃণমূলকে হটিয়ে দখল নেয় ।২০১৯ এর শেষের দিকে আমরা বি জে পি হটিয়ে দখল নিই। তখন থেকেই ঐ অফিস থেকে আমাদের আন্দোলন সংগ্রাম পরিচালিত হচ্ছে ।ঐঅফিস প্রাঙ্গণে সম্মেলন অনুষ্ঠিত হল ।সম্মেলন করার জন্য ওখানের একটা স্কুলে আবেদন করা হয়েছিল । কিন্তু তৃণমূলীরা অনুমতি দেয়নি । তার জন্যই অফিস চত্বরে ছাউনি দিয়ে সম্মেলন করা হল।সম্মেলন করতে দেবে না বলে তৃণমূল ও বি জে পি হুমকি দিয়েছিল ।এমনকি বি জে পি ঐদিন ঐ মোড়ে রামের মাথায় জল ঢালার কর্মসূচি নেয় ।সমস্ত হুমকি সন্ত্রাসকে উপেক্ষা করে প্রায় দুই শতাধিক কর্মী সমর্থক প্রতিনিধিদের উপস্থিতিতে বেলা দশটায কৃষক সভার রক্ত পতাকা উত্তোলন ও শহীদদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে শ্লোগান মুখরিত দৃপ্ত মিছিল কাছরা বাজার পরিক্রমা করে সম্মেলন মঞ্চে উপস্থিত হয় ।সম্মেলনে উপস্থিত ছিলেন ভজহরি ভুইঞা, ভাস্কর রায, বংশী মৈত্র, ভোলানাথ মালিক, কাজল ঘোষাল, দিলীপ বেরা, নিরঞ্জন রং,সুশান্ত ঘোষ, শংকরী নায়েক, স্বদেশ চৌহান সহ ঠাকুরানীচক ও ঘোষপুর অঞ্চল সহ পাশাপাশি অঞ্চলের নেতৃত্ব ও করমীগণ ।রক্ত পতাকা উত্তোলন করেন ভাস্কর রায ।সম্মেলন উদ্বোধন করে বক্তব্য রাখেন বংশীবদন মৈত্র ।সম্মেলনে বক্তব্য রাখেন ভাস্কর রায ও ভজহরি ভুইঞা । মোট –১২০জন প্রতিনিধি উপস্থিত ছিলেন ।লিখিত রিপোর্ট পেশ করেন বিদায়ী সম্পাদক মহম্মদ হোসেন খাঁ।রিপোর্ট এর উপর আলোচনা করেন সাত জন প্রতিনিধি ।সম্মেলন থেকে বংশী বেরা কে সভাপতি ও মহম্মদ হোসেন খাঁ সম্পাদক নির্বাচিত হন । সম্মেলনকে কেন্দ্র করে এলাকার সাধারণ মানুষদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে ।

সোমনাথ ঘোষ:- শ্রীরামপুর: এস‌এফ‌আই- চণ্ডীতলা-১ লোকালের কনভেনশনের অনুষ্ঠিত হলো মশাটে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।