সোমনাথ ঘোষ:- শ্রীরামপুর:- ডিওয়াইএফআই চন্ডীতলা ১ ও ২ লোকাল কমিটির আহ্বানে লোকাল ট্রেন চালানোর দাবিতে আগামী ৫ ই নভেম্বর কমরেড মীনাক্ষী মুখার্জি সভা ও স্টেশন মাস্টার এর নিকট ডেপুটেশন উপলক্ষে আজ ডিওয়াইএফআই চন্ডীতলা ২ লোকাল কমিটির উদ্যোগে চন্ডীতলা চৌমাথায় এবং জনাই বাজারে বিপুল উদ্যমে গণস্বাক্ষর সংগ্রহ ও পথ সভা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ডিওয়াইএফআই হুগলি জেলা কমিটির সম্পাদক কমরেড অভিজিৎ অধিকারী, চন্ডীতলা ২ লোকাল কমিটির সম্পাদক অপূর্ব পাল, ডিওয়াইএফআই লোকাল কমিটির অন্যতম সদস্য সিদ্ধার্থ দাস,এসএফআই চন্ডীতলা ২ লোকাল কমিটির সম্পাদক ও সভাপতি কমঃ দীপাঞ্জন রায় কমঃ প্রান্তিক নন্দী। দুটি সভায় সভাপতিত্ব করেন যথাক্রমে লোকাল কমিটির অন্যতম সদস্য কমরেড অরিজিৎ মিত্র এবং সদস্যা কমঃ সায়নী মল্লিক।
সায়ঙ্ক মন্ডল:- বৈদ্যবাটি আজ সাধারণ নিত্য যাত্রীদের প্রয়োজনীয় পরিষেবা ট্রেন চালু করার দাবিতে নিত্য যাত্রীরা রেললাইন অবরোধ করেন। তাদের দাবি তারা সঠিক ভাবে সঠিক সময়ে কাজে যেতে পারছেন না এছাড়া প্রচুর টাকা লাগছে নিজ গন্তব্য স্থলে যেতে । অবিলম্বে ট্রেন চালু করতে হবে এই দাবি নিয়ে এখন অবরোধ চলছে । একই দিনে রিষড়ায় একই চিত্র দেখা যায় সেখানেও ট্রেন চালু দাবিতে অবরোধ হয় পুলিশ আসলে তার বচসা শুরু হয় নিত্য যাত্রীদের ।