চিন্তন নিউজ:১৮ই অক্টোবর:- সংবাদদাতা- তপলগ্না চক্রবর্তীর রিপোর্ট:– গতকাল (১৭.১০.২০২০) ৫৩ পল্লী বাজার ব্রাঞ্চ কমিটি কম্যুনিস্ট পার্টির শতবর্ষ পূর্তিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ও যথাযথ মর্যাদায় ঐতিহাসিক দিনটিকে পালন করেন সুর ঝঙ্কার মোড়ে ।
তপলগ্না চক্রবর্তী আরও জানাচ্ছেন, ভারতীয় কম্যুনিস্ট পার্টির একশত বছর পূর্তিতে পতাকা উত্তোলন হয় এবং সেই সময়ের ঐতিহাসিক বক্তব্য পেশ করেন কমরেড ওঙ্কার ব্যানার্জি ।স্থান মুরগীহাটা, উত্তর হাওড়া ।
মৌসুমী চক্রবর্তীজানিয়েছেন, বি গার্ডেন এরিয়া কমিটির কোলে বাজার শাখায় আজ সকালে ভারতীয় কম্যুনিস্ট পার্টির শতবর্ষের ঐতিহ্যবাহী দিনটি পালন করলেন কর্মী ও সমর্থকরা ।