চিন্তন নিউজ: ২৩শে অক্টোবর:- -মৌসুমী চক্রবর্তী—-মার্কসবাদী ও প্রগতিশীল পত্রপত্রিকার স্টল উদ্বোধন ২২/১০/২০২০ বি গার্ডেন এরিয়া কমিটির কোলে বাজার অঞ্চলে,আন্দুল রোড কোয়ার্টারের সামনে এবং বকুলতলায়।প্রথম দিনেই ভালো সাড়া পাওয়া গিয়েছে ।স্টলে স্যনেটাইজার রাখা হয়েছে,নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে পুস্তক বিপননী স্টলের পথ চলা শুরু হয়েছে।
ঋজু মিত্র জানান দক্ষিণ পূর্ব এরিয়া কমিটির ধর্মতলা লেনে প্রগতিশীল ও মার্কসীয় বইয়ের স্টল। প্রগতিশীল বই পড়ুন ও পড়ান।
সরোজ দাস জানান মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্যের বিপনী , বালি বেলুড় এরিয়া কমিটি। স্থান – বেলুড় বাজার সোনালী কমপ্লেক্সের নিকট।
দেবাশীষ কারক জানাচ্ছেনসিপিআই(এম) জগৎবল্লভপুর এরিয়া কমিটি আয়োজিত প্রতিবারের মত এবারও মার্কসবাদী সাহিত্য চর্চার কেন্দ্র বড়গাছিয়ায়।