জেলা

হাওড়ার টুকরো খবর—-


চিন্তন নিউজ:১৬ই আগস্ট:- সৌমেন বাগ:- ভারতীয় গণনাট্য সংঘ (পশ্চিমবঙ্গ);বাউড়িয়া “মশাল” শাখার উদ্দ্যোগে পালিত হয় বুড়িখালী যুব অফিসে……কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মজয়ন্তী।

অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলন ও মাল্যদানের মধ্য দিয়ে।অনুষ্ঠানের মূল বক্তা জেলা-নেতৃত্ব নাট্যব্যক্তিত্ব মাননীয় দীপক রায় মহাশয়।এছাড়া,বক্তব্য ও গানের মধ্য দিয়ে কবির স্মৃতিচারণা করেন লোকশিল্পী গায়ক ও গণনাট্য আন্দোলনের নেতৃত্ব মাননীয় সুনীল আদক মহাশয়।অনুষ্ঠান-সঞ্চলনায় ও কবিতা-পাঠের মাধ্যমে স্মৃতিচারণা করেন আইপিটিএ (IPTA,)”মশাল” শাখার সম্পাদক সৌমেন বাগ।
এছাড়াও,উপস্থিত ছিলেন আরও অনেকে।কথায়-গানে-কবিতায়-নৃত্যে স্মরণ কবিকে ও তাঁর সৃষ্টিকে—-যে সৃষ্টি এ পৃথিবীকে “আগামী শিশুর” বাসযোগ্য করে তোলার জন্য অঙ্গীকারবদ্ধ।

সংবাদদাতা—আশিস কংসবণিক এর রিপোর্ট:- এসএফআই, ডিওয়াইএফআই বালী- জগাছা উত্তর আঞ্চলিক কমিটির অন্তর্গত সাপুইপাড়া বসুকাটি ইউনিটের পক্ষ থেকে এক রক্তদান শিবির করা হলো। ৪২ জন রক্তদাতা রক্তদান করেছে।উপস্থিত ছিলেন যুব সংগঠনের রাজ্য কমিটির সহ সভাপতি শৈলেন্দ্র রাই। রাজ্য সম্পাদক মণ্ডলীর কমিটির সদস্য সোমনাথ গৌতম।উপস্থিত ছিলেন জেলার সম্পাদক মন্ডলীর সদস্য ও সহ সভাপতি কমরেড শুভঙ্কর চক্রবর্তী। এস এফ আই সর্বভারতীয় যুগ্ম সম্পাদিকা দীপ্সিতা ধর।

সংবাদ দিয়েছেন—-প্রণব কুমার দাস। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের জেলা দপ্তরে আজ বিকেল ৫ টায় , গান , কবিতা , চিত্রাঙ্কন ও আলোচনার মাধ্যমে “সুকান্ত স্মরণে” অনুষ্ঠিত হয় । গানে – বিশ্বজিৎ রাণা ও অঞ্জনা শীল , সঙ্গতে – অয়ন কুন্ডু ও প্রদীপ অধিকারী , চিত্রাঙ্কনে – প্রণব মিত্র , আবৃত্তিতে – সন্দীপ শীল ও প্রণবকুমার দাস এবং আলোচনা ও পরিচালনায় জেলা সম্পাদক অসীম চক্রবর্তী ।

সংবাদদাতা—-কুন্তল মুখার্জি:- ‌সিপিআই(এম) বালি বেলুড় এরিয়া কমিটির অর্ন্তগত পাঠকপাড়া(পূর্ব)শাখার ৪৩ নম্বর বুথের দাওনাগাজী অঞ্চলে বাড়ি বাড়ি স্যানেটাইজ করা হোলো।

মোহনবাগান ক্লাবের সহ-সভাপতি, বালি প্রতিভা ক্লাবের সম্পাদক, বালি এ,সি ক্লাবের সহ সম্পাদক বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের স্মরণসভা অনুষ্ঠিত হল বালি প্রতিভা এবং বালি এ সি ক্লাবের উদ্যোগে।

সংবাদ দাতা মৃন্ময়ী রং:- ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) সাঁকরাইল উত্তর এরিয়া কমিটি আড়গোড়ী, হাওড়া শ্রদ্ধায় স্মরণে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যকে। পরিচালনায় ঐকতান

সংবাদদাতা—-লাল্টু ঘোষ। এস এফ আই, ডি ওয়াই এফ আই, সিটু, গণতান্ত্রিক মহিলা সমিতি দক্ষিণ হাওড়া আঞ্চলিক কমিটির উদ্যোগে ও গণনাট্য সংঘের পরিচালনায় জগাছা যুবশক্তি টোটোস্ট্যান্ডে রবীন্দ্রনাথ, নজরুল ও কিশোর কবি সুকান্তের স্মরণে অনুষ্ঠিত হল এক মনোরম সাংস্কৃতিক সন্ধ্যা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।