চিন্তন নিউজ—-সৌমেন বাগ-১০ই নভেম্বর:- ট্রেন চলাচল শুরু হচ্ছে আগামীকাল থেকে কিন্তু তা নির্দিষ্ট সময়ের মধ্যে এবং সীমিত আকারে। হকারদের প্রবেশাধিকার থাকছে না। এর প্রতিবাদে ও ২৬ শে নভেম্বরের দেশব্যাপী সাধারণ ধর্মঘট সফল করার লক্ষ্যে সিপিআই(এম) উলুবেড়িয়া পৌর উত্তর এরিয়া কমিটির আহ্বানে স্টেশনের কাছে বাউড়িয়া সুরশ্রী সিনেমা হলের সামনে এক পথসভা এবং বাউড়িয়া স্টেশন মাস্টারকে ডেপুটেশন প্রদান অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন দলের এরিয়া কমিটির নেতৃত্ব কমরেড কেশব কোলে,হকার্স ইউনিয়নের নেতৃত্ব কমরেড রঞ্জিত অধিকারী;শিক্ষক নেতৃত্ব কমরেড সৌমেন বাগ,গণনাট্য আন্দোলনের নেতৃত্ব কমরেড দীপক রায় প্রমুখ।
সংবাদদাতা- কাকলি চ্যাটার্জি:- ট্রেন চলাচল শুরু হচ্ছে আগামীকাল থেকে কিন্তু তা নির্দিষ্ট সময়ের মধ্যে এবং সীমিত আকারে। হকারদের প্রবেশাধিকার থাকছে না। এর প্রতিবাদে ও ২৬ শে নভেম্বরের দেশব্যাপী সাধারণ ধর্মঘট সফল করার লক্ষ্যে সিপিআই(এম) জগৎবল্লভপুর এরিয়া কমিটির আহ্বানে পাঁতিহাল স্টেশনে এক পথসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন দলের এরিয়া কমিটির সম্পাদক বৈদ্যনাথ বসু, অরিন্দম চক্রবর্তী, রঞ্জনা চক্রবর্তী, মোক্তার আহমেদ, বিশ্বনাথ চক্রবর্তী প্রমুখ।
সূত্র—-পার্থ ঘোষ:- আজ হাওড়া জেলা পরিবেশ যৌথ মঞ্চ ও পশ্চিম বঙ্গ বিজ্ঞান মঞ্চর উদ্যোগে পরিবেশ দূষণের বিরুদ্ধে আমতা থানা থেকে আমতা বাসস্ট্যান্ড পর্যন্ত পদযাত্রা সংগঠিত হয়।