জেলা

হাওড়া জেলা নিউজ


মিঠু ভট্টাচার্য:-চিন্তন নিউজ:- ৫ই অক্টোবর:- সারাভারত গনতান্ত্রিক মহিলা সমিতির সাঁকরাইল উত্তর লোকাল কমিটির আয়োজিত দুইল্যা ইউনিট উত্তর প্রদেশের হাথরাস গ্রামের মেয়ে মনীষা বাল্মীকির উপর যে অত্যাচার ও ধর্ষণের ঘটনা হয়েছে তার প্রতিবাদে সভা ও মোমবাতি মিছিল করা হয়। বিজেপি শাষিত রাজ্যে যোগী সরকার ধর্ষকদের বাঁচাতে মাঠে নেমে পড়েছে তাই মহিলা সমিতি এই প্রতিবাদ সভায় মানুষের কাছে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে প্রতিটা মানুষ প্রতিবাদ করুন । রাস্তায় নামুন ।

গোটা দেশ এবং এই রাজ্যেও যেভাবে মহিলাদের সম্মান ভুলুণ্ঠিত করে দিচ্ছে তাতে করে ঘরে বসে থাকার সময় আর নেই। সংগঠনের রাজ্য নেতৃত্ব কমরেড কেয়া দাস এবং জেলা নেত্রী কমরেড অর্পনা দত্ত এবং আরও অনান্য নেতৃত্ব বক্তব্য রাখেন আর সভা পরিচালনা করেন কমরেড মিঠু ভট্টাচার্য। সভার শেষে মিল বাজার থেকে মৌরীগ্রাম পর্যন্ত অসংখ্য মানুষ মোমবাতি নিয়ে মিছিল করে তাদের প্রতিবাদ জানায়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।