জেলা

হাওড়ার খবরাখবর


চিন্তন নিউজ:১৮ই নভেম্বর:-গ্রাম থেকে শহর সর্বত্র শুরু হয়েছে ২৬ শে নভেম্বর ধর্মঘটের সমর্থনে প্রচার কর্মসূচি বামপন্থী গণসংগঠনগুলোর উদ্যোগে। এরকমই জাঠা মিছিল অনুষ্ঠিত হল কানপুর, ঘোড়াদহ, বসন্তপুর এলাকায়। রাস্তার মোড়ে মোড়ে গ্ৰামবাসীর শুভেচ্ছা, অভিনন্দন, অংশগ্রহণ এক অন্য মাত্রা এনে দেয়।

সমীর প্রামাণিক জানাচ্ছে-উলুবেড়িয়া পৌরসভার সামনে আজ বিক্ষোভ কর্মসূচি ও ডেপুটেশন ছিলো । সভাপতিত্ব করেন কমরেড কেশব কোলে এবং বক্তব্য রাখেন বামপন্থী নেতৃত্ব ।

-তপলগ্না চক্রবর্তী ও সুভাষ ধুল জানান পৌরসভার দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের সর্বত্র দলতন্ত্রের প্রতিবাদে বিভিন্ন জায়গায় বেহাল রাস্তা সারানোর দাবিতে অবিলম্বে পৌর ভোটের দাবিতে ভোট না হওয়া অব্ধি স্থায়ী প্রশাসক নিয়োগের দাবিতে বে আইনী পুকুর বোজানো বে আইনী নির্মানে আইনের ব্যবস্থা নেওয়ার দাবিতে
জঞ্জাল অপসারণের দাবিতে করোনা সংক্রমণ প্রতিরোধে জেলার স্বাস্থ্য প্রশাসনের উপযুক্ত ভুমিকার দাবিতে নির্বাচিত পৌর বোর্ড চাই এই দাবিতে আজ হাওড়া কর্পোরেশন ঘেরাও অভিযান ছিলো । হাওড়ায় মন্ত্রীর কোন অভাব নেই ।অভাব আছে নির্বাচিত পৌর বোর্ড ও প্রতিনিধির। সাফাই,চিকিৎসা ও বিভিন্ন জরুরী পরিষেবার দাবিতে বামপন্থী ও বিভিন্ন সহযোগী সংগঠনগুলি হাওড়া কর্পোরেশন অভিযানে সামিল হয়।

লাল্টু ঘোষ জানাচ্ছে-সি,আই,টি,ইউ হাওড়া জেলা প্রাইভেট বাস ওয়ার্কার্স ইউনিয়নের সাঁতরাগাছি ইউনিটের উদ্যোগে ২৬শে নভেম্বরে সাধারণ ধর্মঘটের সমর্থনে পোস্টারিং সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।