জেলা

হাওড়ার টুকরো খবর—


চিন্তন নিউজ–সুপর্ণা পাঠক—-পশ্চিম হাওড়া ট্রেড ইউনিয়ন ও গণ সংগঠন গুলির পক্ষ থেকে ট্রেড ইউনিয়ন ও গণ সমূহের ডাকে দ্রব্য মূল্য বৃদ্ধি, রেল, প্রতিরক্ষা সহ রাষ্ট্রায়ত্ব ক্ষেত্র বিক্রি করার বিরুদ্ধে ও ৭ দফা দাবীতে ২৬ শে নভেম্বর,২০২০ দেশব্যাপী ধর্মঘট সফল করতে গণ কনভেনশন অনুষ্ঠিত হয় দাসনগর পেট্রোল পাম্প এর কাছে। বক্তব্য রাখেন হাওড়া জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য ও সি আই টি ইউ র সম্পাদক কম. সমীর সাহা, তুলসী দাস, অসীমা পাঠক, ফরওয়ার্ড ব্লক এর হাওড়া জেলার সম্পাদক ডা. জগন্নাথ ভট্টাচার্য, তিয়াসা ব্যানার্জী, বস্তি সংগঠনের পক্ষ থেকে সুদীপ্ত দাস, যুব সংগঠনের পক্ষ থেকে পিনাকী মুখার্জী। সভার সভাপতিত্ব করেন কম. তুলসী দাস।

সংবাদদাতা-কাকলি. চ্যাটার্জি:-দীর্ঘদিন হাওড়া পুরনিগমের কাজকর্ম শিকেয় উঠেছে, কাজ বলতে অব্যাহত শুধু দলীয় কোন্দল আর তোলাবাজি। আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আজ ও বঞ্চনার শিকার। তাদের জন্য বরাদ্দকৃত অর্থ লুট হয়ে তৃণমূল নেতাদের পকেটে। আজ জেলা বামফ্রন্টের আহ্বানে ৭ নং বোরো অফিসের সামনে ক্ষতিগ্ৰস্তদের নিয়ে লুটের অর্থ ফেরতের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দেশব্যাপী শ্রমিক শ্রেণীর জীবনজীবিকা , ঐক্য ও সম্প্রীতি রক্ষায় ২৬ শে নভেম্বর সারা ভারত সাধারণ ধর্মঘট সফল করার জন্য সাঁকরাইল বিডিও অফিসে গণডেপুটেশন দেওয়া হয়।

সংবাদদাতা–সৌমেন বাগ:- এবিপিটিএ উলুবেড়িয়া পূর্বচক্রের পক্ষ থেকে ধর্মঘটের সমর্থনে প্রস্তুতি পর্ব 1……..দেওয়াল লিখন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।