জেলা

হাওড়ার টুকরো খবর—–


চিন্তন নিউজ:২৮ শে আগস্ট:- মিঠু ভট্টাচার্য–এর রিপোর্ট-বামপন্থী মহিলা সংগঠনগুলোর আহ্বান—- বামপন্থী বিভিন্ন মহিলা সংগঠনের যৌথ আহ্বানে হাওড়া বঙ্গোবাসির মোড়ে জাতীয় প্রতিবাদ দিবস পালন করা হচ্ছে । এই সময় দাবিগুলো
১/মহিলাদের ওপর সমস্ত হিংসা বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে ২/সবাইকে ১০ কেজি খাদ্য শষ্য অন্তত ৬ মাস দিতে হবে। ৩/রাষ্ট্রায়তক্ষেত্র গুলিকে বেসরকারি করন করা চলবে না। ৪/ বেকারদের কাজ সুনিশ্চিত করতে হবে। ৫/ গর্ভবতী মহিলাদের চিকিৎসার জন্য সরকারকে বাড়তি দায়িত্ব নিতে হবে।আরও অনেক দাবি নিয়ে আজ বঙ্গোবাসির মোড়ে মহিলাদের ঢল নেমেছে। এই সভায় সভাপতিত্ব করেন কম: স্বপ্না ভট্টাচার্য এবং বক্তব্য রাখেন রাজ্য সম্পাদিকা কমরেড কনীনকা বোস ঘোষ, অন্যান্য নেতৃত্ব। কমরেড কনীকা গাঙ্গুলী বক্তব্য রাখতে গিয়ে বলেন আমরা দাবি আদায় করতে সমবেত হয়েছি দরকার হলে আমরা মানুষের দাবি আদায়ের জন্য রাস্তায় বসে থাকবো।

সংবাদদাতা—-সরোজ দাস:- কোভিড ১৯ এর মোকাবিলায় লকডাউনের সুযোগ একের পর এক স্বৈরতান্ত্রিক পদক্ষেপ গ্রহণ করে দেশটাকেই বেচে দিতে তৎপর প্রধানমন্ত্রী। দেশের লাভজনক বীমাসংস্থা এলআইসি র বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া এই প্রথম নয়। যেনতেনভাবে এল‌আইসিকে দুর্বল করাই সরকারের একমাত্র লক্ষ্য। পলিসিহোল্ডার, এজেন্টের স্বার্থ, কর্মচারীদের সুরক্ষা জলাঞ্জলি দিয়ে কর্পোরেটাইজেশনই প্রধান বিবেচ্য।

আজ হাওড়া ডিভিশন বীমা কর্মচারী সমিতির উলুবেড়িয়া বেস কমিটির পক্ষ থেকে এলাইসি র আইপিও শেয়ার বাজারে নথিভুক্ত করার কেন্দ্রীয় সরকারের ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে পথসভা অনুষ্ঠিত হয় উলুবেড়িয়া নিমদীঘি মোড়ে। উলুবেড়িয়া বেস কমিটির সহসভাপতি শ্রীকান্ত রায় ও সিটুর পক্ষে শেখ নাজিবুল হক বক্তব্য রাখেন। এজেন্টদের পক্ষ থেকে বিপ্লব মাজী আলোচনা করেন। সভা পরিচালনা করেন মানস চক্রবর্তী।

খাদ‍্য আন্দোলনকে সামনে রেখে প্রচার, বর্তমান করোনা পরিস্থিতির ভিত্তিতে রাজ‍্য ও কেন্দ্রীয় সরকারের ব‍্যর্থতার কথা সিপিআই(এম) উত্তর হাওড়া এরিয়া কমিটির পক্ষ থেকে সমগ্ৰ উত্তর হাওড়া জুড়ে ১০টি স্পটে স্ট্রীট কর্নার করে মানুষের কাছে তুলে ধরা হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।