রাজ্য

খবরে হাওড়া-


চিন্তন নিউজ–২৩শে আগস্ট :- শেখ জিশান- ১৬ দফা দাবি নিয়ে প্রচার অভিযান শুরু করল সিপিআইএমের ডোমজুড় পূর্ব এরিয়া কমিটি। মহিয়াড়ি ১ ও ২ নাম্বার পঞ্চায়েত এলাকায় শুরু হলো এই প্রচার অভিযান। আই মাকড়দহ -১,২ ও শলপ ১ ও শলপ২ পঞ্চায়েত এলাকায় সকাল থেকেই শুরু হয় প্রচার অভিযান। মানুষের দাবি নিয়ে এই অভিমানকে স্বাগত জানায় বিভিন্ন এলাকার জনগণ। সিপিআই (এম) পার্টির সমর্থক দরদীদের মধ্যেও উৎসাহ চোখে পড়ার মতো। বেশ কিছু জায়গায় পার্টির পক্ষে বক্তব্য রাখেন হাওড়া জেলা সম্পাদক মন্ডলীর সদস্য প্রাক্তন মন্ত্রী কমরেড মোহন্ত চ্যাটার্জী ,কমরেড উত্তম বেরা এছাড়াও বক্তব্য রাখেন কমরেড শেখ জাহাঙ্গীর ,কমরেড অশোক পাল ,কমরেড সুশান্ত পাল ও বরুণ নস্কর।

কৌশিক পাল এর রিপোর্ট: কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর এক নির্ভীক সৈনিক কমরেড আশরাফ জাভেদের প্রাণ কেড়ে নিল কোভিড- ১৯। অকুতোভয়, নির্ভীক,যে কোনো পরিস্তিতিতে নির্ভয়ে ঝাঁপিয়ে পড়তো আশরাফ।দক্ষিণ পূর্ব হাওড়া এস এফ আই লোকাল কমিটির একজন দক্ষ ছাত্র সংগঠক ও ছাত্র আন্দোলনের মাধ্যমেই তার বাম রাজনীতির হাতেখড়ি। আশরাফ এলাকায় পার্টি সংগঠনে যুক্ত ও পার্টির নেতা হিসাবে পরিচিত। তিনি ভালোভাবে পার্টি ও পার্টির কর্মসূচিকে রূপায়িত করতে পারতেন। কিন্তু ছাত্র আন্দোলনের প্রতি একটা অদ্ভুত দায়বদ্ধতা ছিল তাঁর।যে কোনো বিষয়ে কোনো কিছুর দরকার পড়লেই ঝাঁপিয়ে পড়ার একটা অদ্ভুত উন্মাদনা ছিল কমরেড আশরাফের মধ্যে।
পরবর্তীতে বস্তি আন্দোলনের দক্ষ সংগঠক হিসাবে বস্তি ফেডারেশনের রাজ্য সম্পাদকমন্ডলীতে জায়গা করে নিয়েছিলেন। লকডাউন পরিস্থিতিতে কমিউনিটি কিচেনের সূত্রপাত শিবপুর বস্তি এলাকায় তাঁর অক্লান্ত পরিশ্রমের ফল। কিন্তু হার্ট এটাক তারপর করোনা ছিনিয়ে নেয় প্রিয় নেতাকে। আজ বস্তি উন্নয়ন সমিতি হাওড়া জেলা কমিটির আহ্বানে জেলা অফিসে শ্রদ্ধেয় সিটুর সর্বভারতীয় নেতৃত্ব দেবী পাঠক ও আশরফ জাভেদের স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মৃতিচারণা করেন বস্তি ফেডারেশনের রাজ্য সম্পাদক সুখরঞ্জন দে প্রমুখ।

শর্মিষ্ঠা দাস জানাচ্ছেন, মহিলা আন্দোলন ও গণ আন্দোলনের বিশিষ্ট নেত্রী প্রয়াত কমঃ আরতি দাসের স্মরণসভা অনুষ্ঠিত হল আমতার বালিপোতা গ্ৰামে। স্মৃতিচারণা করেন হাওড়া জেলা পরিষদের প্রাক্তন সভানেত্রী মীনা ঘোষ মুখার্জি, আঞ্চলিক গণ আন্দোলন ও মহিলা সমিতির নেতৃবৃন্দ।

আশিস কংসবণিক এর রিপোর্ট:- আজ সকাল ৮ টা থেকে এস এফ আই, ডি ওয়াই এফ আই, সিটু, গণতান্ত্রিক মহিলা সমিতি বালি উত্তর আঞ্চলিক কমিটি ও সিপিআই(এম) এর যৌথ উদ্যোগে বালির বিভিন্ন এলাকা স্যানিটাইজেশন করা হলো।

নিশ্চিন্দা -দক্ষিনপাড়া,দিঘীরপাড় ও শ্যামাপ্রসাদ পল্লী স‍্যানিটাইজ করার সময় এলাকার বাসিন্দাদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা উল্লেখযোগ্য।

মৃন্ময়ী রং জানিয়েছেন,আজকে ২৩/৮/২০২০ তারিখে বিকালে বৃষ্টির মধ্যে গণতান্ত্রিক যুব ফেডারেশন সাঁকরাইল উত্তর লোকাল কমিটি করোনা যুদ্ধে যে সকল মানুষ করোনা জয় করে বাড়ী ফিরে এসেছেন তাদেরকে অভিনন্দন জানালেন।

সুমন ঘোষ এর রিপোর্ট:-ডোমজুড় বাগপাড়ায় “বিয়ের পণ” দিতে না পারার কারনে গৃহবধূ অনিমা দাসকে পুড়িয়ে মারার প্রতিবাদে ও শ্বশুর বাড়ির অপরাধীদের গ্রেপ্তারীর দাবিতে মহিলা সমিতি ও যুব ফেডারেশন থানা ঘেরাও করেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।