চৈতালী নন্দী; চিন্তন নিউজ:২৭শে জানুয়ারি:–রাজ্যের কর্মসংস্কৃতিকে জলাঞ্জলি দিয়ে সরস্বতী পূজোয় একটানা ৫ দিন ছুটি ঘোষণা রাজ্যের।।রাজ্য সরকারি কর্মচারীদের জন্যে একটানা পাঁচদিন ছুটি ঘোষণা করলো নবান্ন।যদিও সরকারি ভাবে এই ছুটিকে কর্মচারীদের জন্যে সুখবর হিসেবে দেখানো হয়েছে,তবু সরকারি কর্মচারীরা একে সুখবর বলে মানতে নারাজ।
আগামী ২৯ শে জানুয়ারি থেকে ২রা ফেব্রুয়ারি পর্যন্ত সব রাজ্য সরকারি অফিস বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে আমাদের রাজ্য সরকার।প্রথমে সরকারি ক্যালেন্ডারে ৩০ শে জানুয়ারি সরস্বতী পূজোর ছুটি হিসেবে দেখানো হলেও পঞ্জিকা মতে ২৯/৩০ জানুয়ারি এই দুদিন সরস্বতী পূজো দেখানো হয়েছে।তাছাড়া পূজার পরের দিন ছুটি দেওয়াকে রাজ্য সরকার নিয়মে পরিনত করেছে।তারফলে ছুটি গিয়ে দাঁড়ালো তিনদিন।২৯/৩০/৩১ জানুয়ারি।কিন্তু তার পরের দুটো দিন ১/২ ফেব্রুয়ারি শনিবার ও রবিবার পড়ায় ছুটি গিয়ে দাঁড়ায় একটানা পাঁচদিন।প্রথমে কবে পূজো হবে এই নিয়েছে ধোঁয়াশা থাকলেও রাজ্য সরকারের বদান্যতায় এই সমস্যা এক ধাক্কায় উড়িয়ে দিয়েছে নবান্নের বিজ্ঞপ্তি।
এই পাঁচদিন একটানা ছুটি সরকারি কর্মচারীরা উপভোগ করুন চায় সরকার। কিন্তু কর্মচারীরা এই সিদ্ধান্তে অসন্তুষ্ট।কারণ ধর্মঘটের দিন কর্মসংস্কৃতির দোহাই দিয়ে পুলিশ ও দলের কর্মীদের নামানো হয় ধর্মঘট ভাঙতে।ঐ দিনের উপস্থিতি বাধ্যতামূলক করে সরকার।তাছাড়াও কোনো কারনে কর্মীরা সেদিন অনুপস্থিত থাকলে সমগ্র কর্মজীবন থেকে কাটা যায় একটা দিন ও একদিনের বেতন।যা সরকারি কর্মচারীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।সেখানে সরস্বতী পূজোয় একটানা ৫দিন ছুটি তে তারা বিরক্ত।তাঁদের অনেকেই প্রশ্ন তুলছেন একেই কি বলে কর্মসংস্কৃতি!