কলমের খোঁচা

এক অসমসাহসী যোদ্ধার নাম গোদাবরী পারুলেকর


প্রতিবেদন কল্পনা গুপ্ত, নিউজ চিন্তন – ১৫ই আগস্ট:- কমরেড গোদাবরী পারুলেকর ছিলেন এক সাম্রাজ্যবাদী শক্তি বিরোধী অক্লান্ত স্বাধীনতা সংগ্রামী। ঐতিহাসিক ওয়ার্লি আদিবাসী বিদ্রোহের একজন অতন্দ্র সৈনিক ও নেত্রী। তিনি মহারাষ্ট্রের রাজ্য কিষাণ সভার প্রতিষ্ঠাতা ছিলেন। সারা ভারত কিষান সভার দীর্ঘ ইতিহাসে তিনিই ছিলেন একমাত্র মহিলা সভানেত্রী। সি পি আই এমের কেন্দ্রীয় কমিটির সদস্যা ছিলেন দীর্ঘ পঁচিশ বছর ধরে।

গোদাবরী পারুলেকর আরো বিষয়ে বিশেষ বুৎপত্তি লাভ করেছিলেন। একজন বিখ্যাত ও জনপ্রিয় নেত্রী হওয়া ছাড়াও তিনি প্রশংসিত হয়েছিলেন ‘আদিবাসী বিদ্রোহে’র ওপর লিখে। মহারাষ্ট্রে তিনিই প্রথম আইন বিষয়ে মহিলা স্নাতক। তিনি শুধুমাত্র কমিউনিস্ট কৃষক আন্দোলনের নেত্রী ছিলেন তাই নয়, তিনি ছিলেন একজন উৎসর্গীকৃত সমাজকর্মী।

আজ স্বাধীনতা দিবসে তাঁর প্রতি চিন্তনের পক্ষ থেকে রইলো বিশেষ শ্রদ্ধা ও সম্মান।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।