কলমের খোঁচা

গ‍্যালিলিওর প্রতি চিন্তনের বিশেষ শ্রদ্ধা।


কৃষ্ণা সাবুই: চিন্তন নিউজ:১৫/০২/২০২৩:-
আজ গ‍্যালিলিওর জন্মদিন।যাঁর কথা শুনলেই চোখের সামনে এক বৃদ্ধকে দেখি যিনি টেলিস্কোপের সামনে দাঁড়িয়ে আছেন।ছোটবেলা থেকে তাঁর নাম শুনে আসছি। তিনি হলেন বিশ্ববন্দিত ইটালিয়ান পদার্থবিজ্ঞানী, জ‍্যোতিবিজ্ঞানী গনিতজ্ঞ দার্শনিক। জন্মগহন করেছিলেন ১৫৬৪সালে ১৫ ফেব্রুয়ারি ইটালির পিসা শহরে,অত‍্যন্ত সচ্ছল ও সম্ভ্রান্ত পরিবারে। বাবা ছিলেন ‘ ভীমসেনজো গ‍্যালিলেই’ মা ছিলেন ‘জিউলিয়া ডি কসমিও আমাননাতি’ পড়াশোনায় অত‍্যন্ত মেধাবী ছিলেন গ‍্যালিলিও। লেখাপড়ার পর তিনি আবিস্কারের পথ খোঁজেন।

এই কারনেই তাঁকে পদার্থবিজ্ঞান, আধুনিক বিজ্ঞান, জ‍্যোর্তিবিজ্ঞানের জনক আখ‍্যায়িত করেন বিশ্বের বৈজ্ঞানিকরা। তিনি প্রথম আবিস্কার করেন চাঁদের কলঙ্ক সমন্ধে।তিনি বলেছিলেন চাঁদে যে পাহাড় পর্বত উঁচু নিচু টিলা আছে এগুলো তার উপস্থিতি,কোন কলঙ্ক নয়। বিজ্ঞানী সৌরজগতে প্রচুর গ্রহ উপগ্রহ আবিস্কার করেছেন। বিশেষ করে বৃহস্পতি গ্রহ।এবং এই গ্রহ বেশ অনেক কটি উপগ্রহের সমষ্টি।এদের নাম ‘আইও’ ‘ইউরোপা’ ‘ ‘গ‍্যানিমিড’ ‘ক‍্যালিস্টো’

এরপর তাঁর জীবনে দুর্যোগ নেমে আসে_
তিনি তাঁর বিখ‍্যাত আবিস্কার,
” সুর্যকে কেন্দ্র করেই পৃথিবী ঘোরে
পৃথিবীকে কেন্দ্র করে সুর্য ঘোরেনা”
এই কথাটি রোম‍্যান ক‍্যাথলিক দের কাছে ছিলো ধর্মবিরোধী। তাঁকে পোপের আদালতে বিচারের জন‍্য তোলা হোলো।নানা ধরনের অত‍্যাচার প্রান নাশের হুমকি দেওয়া হোলো।এহেন রাষ্ট্রশক্তির বিরুদ্ধে তিনি দৃঢ়কন্ঠে ঘোষনা করেছিলেন এবং বলেছিলেন কোন কিছুর বিনিময়ে আমি এই পরম সত‍্য থেকে কখনো সরবো না। তখন তাঁকে আমৃত‍্যু গৃহবন্দী থাকতে হয়েছিলো।

আজ আমরা আমাদের দেশে দেখছি নানা অন্ধ কুসংস্কার নতুন করে আমাদের জীবনে চাপানো হচ্ছে।অন্ধকার যুগ থেকে যেখানে আমরা চাই আলোর উত্তরন সেখানে পরিকল্পিত ভাবে আবার অন্ধকার সমাজে ঠেলে দেওয়া হচ্ছে নানা ধর্মের দোহাই দিয়ে। এই মহান বিজ্ঞানী ১৬৪২সালের ৮ ই জানুয়ারী তাঁর সমস্ত আবিস্কার আমাদের দান করে প্রয়াত হন।
আজ গ‍্যালিলিওর জন্মদিনে আমরা তাঁকে স্মরণ করবো তাঁর কুসংস্কার মুক্ত চিন্তা চেতনা মানুষের মধ্যে, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার মধ্যে দিয়ে। এটাই হোক আজকের অঙ্গীকার।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।