জেলা রাজ্য

যাদবপুর থেকে ঢাকুরিয়া,’ শ্রমজীবী রান্নাঘরে’ মানুষের সাহায্য অব্যাহত


দেবু রায়: চিন্তন নিউজ:২৯শে জুন:-মুকুন্দপুর শ্রমজীবী রান্নাঘরের জন্য যাদবপুরের বিহানের জন্মদিনের অনুষ্ঠান কাটছাঁট করে কিছু অর্থ দান করে। সেই টাকা দিয়ে অসহায় মানুষগুলির রাতের খাবার তুলে দেওয়া হয়, তাদের এক দিনের জন্যে হ’লেও মাংস ভাত খাওয়াবেন। সকালে ওনারা মুকুন্দপুর শ্রমজীবী রান্নাঘরের জন্য পঁচিশ হাজার টাকা হাতে তুলে দিলেন যাদবপুরের বিধায়ক ডঃ সুজন চক্রবর্তী’র হাতে।
প্রসঙ্গত যাদবপুর পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে ১৬ই জুন থেকে মুকুন্দপুরে শুরু হয়েছে কমিউনিটি কিচেন। আজ দ্বাদশ দিনের সন্ধ্যায় দশটি বিতরণ কেন্দ্র থেকে এলাকার ৬০০ জন মেহনতি মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে রাতের খাবার।

অপরদিকে প্রয়াত অমিয়কুমার রায়ের জন্মদিন উপলক্ষে নাতনি আত্রেয়ী রায়ের হয়ে বিধায়ক ডঃ সুজন চক্রবর্তী’র হাতে পাঁচ হাজার টাকার চেক তুলে দিলেন ১০৩নং ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতি নন্দিতা রায়।

আবার। ঢাকুরিয়া ক্লাব সমন্বয় সমিতির রান্নাঘর
অক্লান্ত বৃষ্টির জলবিন্দু যখন অসংখ্য বৃত্ত কেটে চলেছে, সে বৃত্ত প্রকৃতির স্বাভাবিক যাপনের চিত্র। এই স্বাভাবিক জলবৃত্তের মাঝে দাঁড়িয়ে আজ বেশ কিছু মানুষ কঠিন অস্বাভাবিক জীবন বৃত্তে পরিবৃত। রাষ্ট্রের উদাসীনতা এই নির্মম চিত্রের জন্ম দিয়েছে বিভিন্ন দশকে। প্রতিবাদ হয়েছে শব্দের মিছিলে… গল্পে কবিতায় প্রবন্ধে। “ক্ষুধার কান্না কঠিন পাথরে ঢাকা,/কোন সাড়া নেই আগুনের উত্তাপে/
এ নৈঃশব্দ ভেঙেছে কালের চাকা।/
ভারতবর্ষ ! কার প্রতীক্ষা করো,/
কান পেতে কার শুনছ পদধ্বনি?”-সুকান্ত ভট্টাচার্যের ‘সূচনা ‘ এমনি এক প্রতিবাদী দ্যোতনা যা আজকের ভূখমারি কে বিদ্ধ করতে উদ্ধৃত করা যায়।

আজ ষষ্ঠ দিন। ঢাকুরিয়া ক্লাব সমন্বয় সমিতি আজও পথে। সহমর্মীর সমাবেশে বেশ ভিড়। প্রাক্তন সাংসদ ও বিশিষ্ট সমাজসেবী মহম্মদ সেলিম, বিশিষ্ট নাট্যপরিচালক অভিনেতা শ্রী চন্দন সেন, CAB Official শ্রী বিশ্বরূপ দে, প্রখ্যাত ক্রিকেটর শ্রী পার্থ সেন, বিশিষ্ট সমাজসেবী শ্রী সুদীপ সেনগুপ্ত, শ্রী শতরূপ ঘোষ, শ্রী প্রবীর দেব, পৌরমাতা মধুছন্দা দেব, এলাকার নাগরিক আন্দোলনের নেতা শ্রী গোরা সেনগুপ্ত, ঢাকুরিয়া ক্লাব সমন্বয় সমিতির সভাপতি শ্রী দীপঙ্কর দে, সম্পাদক অধ্যাপক অংশুতোষ খান প্রমূখ উপস্থিত ছিলেন। আজকের এই আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়েছেন বাবুবাগান অগ্রদূত ক্লাব। এই সহযোগীর প্রতি ঢাকুরিয়া ক্লাব সমন্বয় সমিতি কৃতজ্ঞ। আজ সহায়তা নিলেন ২৮০ জন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।