অনুপম মিশ্র : চিন্তন নিউজ:৪ঠা নভেম্বর ২০২০ গোটা রাজ্যের সাথে সাথে মুর্শিদাবাদ জেলার প্রতিটি লোকাল কমিটিতে পালিত হ’ল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এইদিন সকাল থেকেই জেলার বিভিন্ন লোকাল কমিটিতে যুবদের উদ্যোগে আয়োজিত হয় মিছিল, কর্মিসভা থেকে শুরু করে রক্তদান কর্মসূচিও। এইদিন লালগোলা উত্তর লোকাল কমিটির উদ্যোগে ১৬৫ জন রক্তদাতা রক্তদান করেন ।
ডিওয়াইএফআই এর ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলার সভাপতি কমঃ আনোয়ার সাদাত জেলার যুব কার্যালয়ে শ্বেত পতাকা উত্তোলন করেন। এই দিনের প্রসঙ্গে জেলা সম্পাদক কমরেড ধ্রুবজ্যোতি সাহা জেলার সকল যুব কমরেডদের অভিনন্দন জ্ঞাপন করেন। তিনি আরো বলেন যে চার দশকের এই সংগঠনের ইতিহাস হচ্ছে লড়াই সংগ্রামের ইতিহাস। আগামী দিনে এই লড়াইকে আরো এগিয়ে নিয়ে যাবে দেশের বেকার যুবক- যুবতীরা। যেভাবে কেন্দ্র ও রাজ্য সরকার শিক্ষিত বেকার যুবক- যুবতীদেরকে কর্মহীন করে চলেছে তাতে ডিওয়াইএফআই এর লড়াইয়ের সমর্থনে সকল যুবক- যুবতীদের সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন জেলা সম্পাদক কমরেড ধ্রুবজ্যোতি সাহা ।