দেশ

প্রয়াত ভারতের প্রাক্তন প্রধান মন্ত্রী ও বিশিষ্ট অর্থনীতিবিদ ডঃ মনমোহন সিং ।


চিন্তন নিউজ: ২৭/১২/২০২৪:-সুপর্ণা রায়:- ভারতের প্রাক্তন প্রধান মন্ত্রী ও বিশিষ্ট অর্থনীতিবিদ ডঃ মনমোহন সিং গতকাল সন্ধ্যায় হঠাৎ অসুস্থতা বোধ করায় দিল্লীর‌এইমস (AIMS) হসপিটালে ভর্তি করা হয় কিন্তু রাত ৯:৫১ মিনিট নাগাদ ডাক্তার বাবুরা তাঁর মৃত্যু নিশ্চিত করেন ।
প্রাক্তন প্রধান মন্ত্রী ডঃ মনমোহন সিং অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের এক গ্রামে জন্মগ্রহণ করেন ১৯৩২ সালের ২৬ শে সেপ্টেম্বর । ১৯৪৮ সালে তিনি ম্যাট্রিকুলেশন পাশ করেন । তাঁর মেধা তাঁকে পাঞ্জাব এর এক গ্রামে থেকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নিয়ে যায় এবং সেখান থেকে তিনি অর্থনীতিতে প্রথম শ্রেনীর সাম্মানিক স্নাতক ডিগ্রি লাভ করেন । এরপর তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাফিল্ড কলেজ থেকে অর্থনীতিতে ডি. ফিল পান । ১৯৬৪ সালে প্রকাশিত তাঁর ব ই ” ইন্ডিয়ান এক্সপোর্ট ট্রেন্ডস এন্ড প্রসপেক্টক্স ফর সেল্ফ সাসটেন্ড গ্রোথ ” ছিল ভারতের অন্তর্মুখী বানিজ্য নীতির প্রাথমিক পর্বের এক সমালোচনা মূলক বিশ্লেষণ।
তাঁর কর্ম জীবনে তিনি বহু পুরষ্কার এ ভূষিত হন । এর মধ্যে উল্লেখযোগ্য ১৯৮৭ সালে ভারতের দ্বিতীয় অসামরিক সন্মান ” পদ্মভূষণ” প্রাপ্তি । ১৯৯৩- ১৯৯৪ সালে তিনি পুরষ্কৃত হন অর্থমন্ত্রী দের জন্য ” এশিয়া মানি” পুরষ্কার এ। ১৯৯৩ সালেই তিনি বছরের সেরা অর্থ মন্ত্রী হিসাবে পান ” ইউরো মানি” পুরষ্কার । এছাড়াও তাঁর পুরষ্কার এর তালিকা তে আছে — ” অ্যাডম স্মীথ , ” রাইটস ” ইত্যাদি নানা পুরস্কার । এ বাদেও নানা সংগঠন ও সংস্থার থেকে তাঁর পুরষ্কার এর সংখ্যা কম নয় ।
তাঁর রাজনৈতিক জীবনে ১৯৯১ সাল থেকে রাজ্যসভার সাংসদ ছিলেন পরে রাজ্যসভার বিরোধী দলনেতা র দায়িত্ব পালন করেন । ২০০৪ সালের সাধারণ নির্বাচনে র পর তিনি ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন ও পরে ২০০৯ সালেও নির্বাচন এর পর তিনি দুবারের প্রধান মন্ত্রী হন। মৃত্যু কালে তিনি রেখে যান তাঁর স্ত্রী ও তিন কন্যা সহ অসংখ্য গুনমুগ্ধদের ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।