কল্পনা গুপ্ত :চিন্তন নিউজ:২৯শে অক্টোবর:- – উত্তর ২৪ পরগনার স্বরূপনগর ব্লকের সি পি আই (এম) পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা, কৃষক নেতা, শিক্ষক ও প্রাক্তন বিধায়ক আনিসুর রহমান গত রবিবার রাত্রে তাঁর সল্টলেকের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। বিথারি হাকিমপুরের আরশিকারি গ্রামে তাঁর আদি বাসভবন এবং বিথারি পার্টি অফিসে তাঁর মরদেহ নিয়ে এলে তাঁকে শ্রদ্ধা জানান পার্টি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব।
আনিসুর রহমান বিথারি কে পি হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক ছিলেন। শিক্ষক হিসাবে তিনি ছিলেন খুব জনপ্রিয়। সকলে তাঁকে মাস্টারমশাই বলেই চিনতেন। পূজো উৎসবের পরিবেশেই তিনি চলে গেলেন। শেষ শ্রদ্ধা জানাতে শুধু নেতৃত্ব নয় উপস্থিত ছিলেন অগণিত সাধারণ মানুষ।
১৯৭৩ সালে তিনি কৃষক আন্দোলনের মধ্যে দিয়ে পার্টি সদস্য পদ লাভ করেন। ১৯৭৭, ১৯৮২, ১৯৮৭ এই তিনবার স্বরূপনগর বিধানসভার বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছিলেন। তাঁর বিভিন্ন হিতকর কাজের মধ্যে উল্লেখযোগ্য হলো ৫২ হাজার বিঘা বিলবল্লির বিল সংস্কার। তিনি রেখে গেলেন তাঁর স্ত্রী ও একমাত্র পুত্রকে।