রাহুল চ্যাটার্জি;চিন্তন নিউজ;১০ইঅক্টোবর: বীরভূম জেলার রাজনগর ব্লকের সীমান্ত পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের জেলা জামতাড়ার আদিবাসী অধ্যুষিত গ্রাম ধানভসকা। সেই গ্রামের জঙ্গলপ্রেমী তথা সারা ভারত কৃষক সভার সদস্য ডুমরা টুডু ভূস্বামীর লেঠেল বাহিনীর হাতে বনভূমি উচ্ছেদের প্রতিবাদ করায় খুন হলেন।
এই প্রসঙ্গে জানা গেছে যে ধানভসকা গ্ৰামটি জঙ্গল বেষ্টিত যার চারদিকে রয়েছে বড় বড় শাল গাছ। প্রায় ৪০ টি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস ঐ গ্রামে। বেশ কিছু শাল গাছ বপন করেছিলেন স্বয়ং জঙ্গল প্রেমী ডুমরা টুডু। জঙ্গলের মাঝে চাষজমি। চাষাবাদ ও জঙ্গল তাঁদের বেঁচে থাকার উৎস। বনভূমি রক্ষা আন্দোলনের সামনের সারিতে ছিলেন ডুমরা টুডু।
গত ৩’ই অক্টোবর গভীর রাতে এলাকার ভূস্বামী তথা আধা সামন্ততান্ত্রিক লেঠেল বাহিনী ডুমরা-র বপন করা ২৫’টি শাল গাছ কেটে ফেলে। পরের দিন ৪’ঠা অক্টোবর সকালবেলায় ডুমরা বনবিভাগে অভিযোগ জানায়। অভিযোগ জানানোর পর বাড়ি ফেরার পথে লেঠেল বাহিনী ডুমরাকে দু’বার আক্রমণ করে সিপিআই (এম) কর্মী ও গ্রামবাসীদের সহায়তায় আহত ডুমরাকে ধানবাদের পাটলিপুত্র মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।টানা কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ৮’ই অক্টোবর ডুমরা টুডু মারা যান।
এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ঝাড়খণ্ড সিপিআই(এম) রাজ্য কমিটি। কৃষক সভার সহায়তায় অভিযুক্ত ৬ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এখনও কেউ গ্ৰেফতার হয়নি। অবিলম্বে দোষীদের গ্ৰেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার পাশাপাশি অরন্যের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবীতে সোচ্চার হয়েছে রাজ্য সিপিআইএম।
তথ্যসূত্র- দেবদাস ভট্টাচার্য