মীরা দাস :চিন্তন নিউজ:২৮শে ফেব্রুয়ারি:–বাংলাদেশের এক পড়ুয়া কে দেশ ছাড়ার নোটিশ দেওয়া হলো, বিশ্বভারতী র অভিযোগ ” ভারতে সরকার বিরোধী ” কাজের সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে যোগ দিয়ে ভিসার নিয়ম ভাঙার জন্যই আফসারা অনীকা মীম কে এই নোটিস দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সি.এ.এ বিরোধী আন্দোলন হয়েছিল গত ডিসেম্বরে, পড়ুয়াদের সেই প্রতিবাদেই যোগ দিয়েছিলেন বাংলাদেশী পড়ুয়া আফসারা অনীকা মীম, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ঐ পড়ুয়া তারপরই ১৪ ই ফেব্রুয়ারী বাংলাদেশি পড়ুয়া আফসারাকে ভারত ছাড়ার নোটিশ দেওয়া হয় এবং আগামী ১৫ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয় বিদেশ মন্ত্রক থেকে।
ভারত সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন করে, ফরেনার্স রিজিওনাল রেজিসস্ট্রেশন অফিসারকে, টি ভুটিয়ার সঙ্গে সাক্ষাত করেন আফসারা, প্রায় একঘন্টা বৈঠক হয়। কেন্দ্রীয় স্বরাস্ট্র মন্ত্রক জানিয়েছেন, তাঁকে ভারত সরকার বিরোধী আন্দোলনে অংশ নিতে দেখা গিয়েছে ..যে ভিসায় তিনি এ দেশে এসেছেন তা এই জাতীয় কার্য্যকলাপকে মান্যতা দেয় না যা ভিসা লঙ্ঘন বলেই গন্য হয়। কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার জানিয়েছেন এই ধরনের কোন বিষয় তাদের জানা নেই এবং বাংলাদেশী পড়ুয়া ও হাইকমিশনে যোগাযোগ করেন নি ।