জেলা রাজ্য

প্রচারের আড়ালে থাকা লড়াকু এস‌এফ‌আই কর্মী



কৌশিক পাল: চিন্তন নিউজ:১৭ই জুন:–নীতি আদর্শের হাতেখড়ি হয় ছাত্রাবস্থায় যার রেশ থেকে যায় আজীবন, প্রভাবিত করে তার পেশা এবং সাংসারিক জীবনকে।

বামপন্থী মতাদর্শের অনুগামী সংগঠন এস এফ আই। লকডাউনের শুরু থেকেই এস এফ আই দক্ষিণ হাওড়া আঞ্চলিক কমিটির উদ্যোগে শুভারম্ভ হয় জরুরী অবস্থায় গাড়ি পরিষেবা। গাড়ির মালিক সোমনাথ বসু ও ছাত্রনেতা শুভজিৎ দায়িত্ব নিয়ে পরিষেবা শুরু করেন।

আমফানের দিন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে রক্তদাতা কমরেড অরিজিৎকে নিয়ে গরীব মূমুর্ষু থ্যালাসেমিয়া রোগীকে রক্তদানের উদ্দেশ্যে রওনা দেন। ১৫০ কিলোমিটার পথ অত্যন্ত ঝুঁকি নিয়ে মাত্র ৩০০ টাকার বিনিময়ে পাড়ি দেওয়া কতটা কঠিন তা বলার অপেক্ষা রাখে না। একটি প্রাণ বাঁচাতে নিজেদের প্রাণের ঝুঁকি নেওয়া কমরেড সোমনাথ বসু সহ অন্য কমরেডদের লাখো কুর্ণিশ। কোনো মিডিয়া এ খবর দেখাবে না কিন্তু ধারাবাহিকভাবে এরকম হাজারো পরিবারের পাশে দায়বদ্ধতায় আজও একইরকমভাবে এগিয়ে যাচ্ছে এস এফ আই এর লড়াকু কমরেডরা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।