লাল্টু ঘোষ: চিন্তন নিউজ:১৬ই জুলাই:- “সরকারে না থাকলেও দরকারে আছি”—প্রমাণ করলেন লড়াকু সিপিআই(এম) কর্মী সমর্থকরা। অত্যন্ত জনবহুল এলাকা সাঁতরাগাছি স্টেশন রোড। ট্রেন চলাচল বন্ধ থাকলেও মানুষের ব্যস্ততার শেষ নেই। একের পর এক পরিবার আক্রান্ত হচ্ছে মারণ ভাইরাসে। কর্পোরেশনের দায়িত্ব ঐ বাড়ি, পাড়ার রাস্তাঘাট স্যানিটাইজ করা। কিন্তু কোথায় প্রশাসন? কোথায় কর্পোরেশনের কর্তাব্যক্তিরা?
পৌর কর্তৃপক্ষ দায়ভার এড়িয়ে গেলেও বামপন্থীরা সদা তৎপর আপৎকালীন সমস্যা মোকাবিলায়। সি পি আই (এম) দক্ষিণ হাওড়া এরিয়া কমিটির সদস্য অকুতোভয় মাননীয় বিশ্বজিৎ দে দায়িত্ব নিয়ে স্যানিটাইজ করলেন কোভিড আক্রান্তের বাড়ি ও স্থানীয় এলাকা। সঙ্গে এগিয়ে এলেন অন্যান্য সহযোদ্ধগণ।